টঙ্গীতে বয়লার বিস্ফোরণ: নিহতের সংখ্যা বেড়ে ২৫
গাজীপুরের টঙ্গীতে একটি প্লাস্টিক কারখানার বয়লার বিস্ফোরণ হয়ে নারীসহ অন্তত ২৫ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরো অর্ধশতাধিক। ধসে পড়েছে ৪ তলা ভবন। বিস্ফোরণের পর ছড়িয়ে পড়া আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২৩টি ইউনিট।
ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে রেলগেট এলাকায় টঙ্গী শিল্পাঞ্চলের ট্যাম্পাকো ফয়েল লিমিটেড নামের ওই প্লাস্টিক মোড়ক তৈরির কারখানায় হঠাৎ-ই বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে কারাখানার ভেতরে ভয়াবহ আগুন লেগে শ্রমিক সহ অর্ধশতের বেশি মানুষ আহত হয়।
আহতদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে টঙ্গি মেডিকেলে নেয়া হলে ১০ জনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। এছাড়া গুরুতর আহত ১৯ জনকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ৭ জনের মৃত্যু হয়।
এদিকে, আগুনের খবর পাওয়া মাত্রই টঙ্গী ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরে তাদের সঙ্গে যুক্ত হয় ঢাকা ও আশপাশের আরো ১৭টি ইউনিট।
অন্যদিকে, বয়লার বিস্ফোরণে ছড়িয়ে পড়া আগুনে নিহতদের স্বজনদের কান্নায় ভারি হয়ে উঠেছে টঙ্গী হাসপাতাল। এখনো পর্যন্ত এ ঘটনায় নিহত ১৪ জনের লাশ মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. পারভেজ হোসেন। এছাড়া, গুরুতর অবস্থায় ৯ জন হাসপাতালে ভর্তি রয়েছেন।
এরআগে, অন্তত ৩০ জন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এখনো নিহতদের বিস্তারিত পরিচয় না পাওয়া গেলেও, তাদের স্বজনরা ভিড় করছেন। পরিবারের সদস্য ও স্বজনদের কান্নার রোলে গোটা হাসপাতাল এলাকায় শোকার্ত পরিবেশ বিরাজ করছে। এদিকে, বয়লার বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে, অতিরিক্ত জেলা প্রশাসককে প্রধান করে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
রাজধানীতে আনসার ব্যাটালিয়ন মোতায়েন
ঢাকা মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষায় ১৬ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েনবিস্তারিত পড়ুন
ঢাবি বন্ধের সিদ্ধান্তে শিক্ষার্থীদের হল ত্যাগে ধন্যবাদ জানিয়েছে কর্তৃপক্ষ
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী হল ছেড়ে যাওয়ায় শিক্ষার্থীদেরবিস্তারিত পড়ুন
রাজধানীতে কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষে সাংবাদিকসহ আহত ২৩
রাজধানীতে কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষে ছাত্রলীগ, শিক্ষার্থী, মহিলা আওয়ামী লীগবিস্তারিত পড়ুন