টস জিতে ফিল্ডিংয়ে মুস্তাফিজের হায়দরাবাদ

আইপিএলে নিজেদের তৃতীয় ম্যাচে মাঠে নামছে মুস্তাফিজুর রহমানের সানরাইজার্স হায়দরবাদ। প্রতিপক্ষ মুম্বাই ইন্ডিয়ান্স। ইতোমধ্যে সম্পন্ন হয়েছে টস। টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন হায়দরাবাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নার। ম্যাচ শুরু হবে রাত সাড়ে আটটায়। হায়দরবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে আগে ব্যাট করতে নামবে রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্স।
আগের দুই ম্যাচে মুস্তাফিজের দল হায়দরাবাদ হেরেছে। প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে। দ্বিতীয় ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে। সব মিলিয়ে চলতি আইপিএলে এখনও জয়হীন মুস্তাফিজুরের দল। অন্যদিকে মুম্বাই ইন্ডিয়ান্স তিন ম্যাচ খেললেও জয় পেয়েছে একটিতে। ঘরের মাঠে হেরেছে বাকি দুই ম্যাচ।
দলগতভাবে হারলেও ব্যক্তিগত নৈপুন্যে এগিয়ে থাকছেন মুস্তাফিজ। প্রথম ম্যাচে ২৬ রানে দুই উইকেট নিয়েছিলেন। যা ছিল দলগত সেরা বোলিং ফিগার। কলকাতার বিরুদ্ধে ২৯ রানে নিয়েছিলেন এক উইকেট। এটাও ছিল হায়দরাবাদের হয়ে সেরা বোলিং।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন