টস হেরে ব্যাটিংয়ে দক্ষিণ আফ্রিকা
হারলেই নিশ্চিত বিদায়। আজ এমনই মরা-বাঁচার ম্যাচে মুখোমুখি ভারত ও দক্ষিণ আফ্রিকা। বি গ্রুপের নিজেদের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন টিম ইন্ডিয়ার দলপতি বিরাট কোহলি। আজ যে জিতবে তারাই পৌঁছে যাবে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে। গ্রুপ ‘বি’ এর বাকি দুই দল শ্রীলঙ্কা-পাকিস্তান সোমবার পরস্পরের বিরুদ্ধে খেলবে। দুই দলেরই পয়েন্ট-২।
পিছনে তাকানোর উপায় আর নেই। শ্রীলঙ্কা ম্যাচের ভুলত্রুটি সামলে নামতে হবে ভারতকে। ফিল্ডিং নিয়ে থাকছে বড় প্রশ্ন চিহ্ন। প্রথম দুটো ম্যাচে অন্তত তিনটে সহজ ক্যাচ ফেলেছেন ভারতীয়রা।
অপরদিকে দক্ষিণ আফ্রিকা আচমকাই পাকিস্তানের কাছে হেরে কিছুটা চাপে। একদিনের র্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা দল এভাবে হেরে বসবে তা অনেকেই ভাবেননি। তাই ভারত ম্যাচের আগে স্মিথ এবিডিদের ড্রেসিংরুমে গিয়ে ক্রিকেটারদের উদ্ধুদ্ধ করে এসেছেন। মরনি মরকেল, কাগিসো রাবাডারা ভারতকে হারাতে মরিয়া।
দুই দলের সম্ভাব্য একাদশ:
দক্ষিণ আফ্রিকাঃ হাশিম আমলা , কুইন্টন ডি কক , ফাফ ডু প্লেসিস , ডি ভিলিয়ার্স , ডেভিড মিলার , জেপি ডুমিনি , ক্রিস মরিস , ওয়েইন পারনেল , কাঙ্গিসো রাবাদা , মরনে মরকেল , ইমরান তাহির।
ভারতঃ শিখর ধাওয়ান , রোহিত শর্মা , বিরাট কোহলি , যুবরাজ সিং , মহেন্দ সিং ধোনি , কেদার জাদভ , হার্দিক পান্ডিয়া , রবীন্দ্র জাদেজা , উমেশ যাদব , ভুবনেশ্বর কুমার , জাস্প্রিত বুমরাহ।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন