টাইগারদের ধারাবাহিকতা ধরে রাখাটাই বড় চ্যালেঞ্জ: ওয়ালশ
কিছুদিন আগেও বাংলাদেশের খেলা নিয়ে বিশ্ব ক্রিকেটে অনেক সমালোচনা হতো। কিন্তু নিউজ্যিলান্ড-অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত একদিনের বিশ্বকাপের পর থেকে টাইগারদের পারফরম্যান্স সবাইকে তাক লাগিয়ে দিয়েছে।
এরপর ঘরের মাঠে টানা সিরিজ জয়। তাও আবার বিশ্বের অন্যতম ক্রিকেট পরাশক্তি ভারত, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।
এরপর এশিয়া কাপেও ফাইনাল খেলে বাংলাদেশ। ফাইনালে ভারতের কাছে হেরে শিরোপা জেতা হয়নি টাইগারদের।
তবে বিশ্বক্রিকেটে নিজেদেরকে নতুনভাবে চিনিয়েছে তারা। বোলিং, ব্যাটিং, ফিল্ডিং তিন ফরম্যাটেই অসাধারণ খেলেছে টাইগাররা।
তাই তো তাদের ধারাবাকিতা ধরে রাখাটাই বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন টাইগারদের নতুন বোলিং কোচ ক্যারিবিয়ান কিংবদন্তি কোর্টনি ওয়ালশ।
শনিবার রাতে ঢাকায় এসে গণমাধ্যমের মুখোমখি না হলেও রোববার সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
সাবেক এ সফল বোলারের কোচিং করানোর অভিজ্ঞতা মোটেও নেই। কিন্তু চ্যালেঞ্জ নিয়েই বাংলাদেশের বোলিং কোচ হয়েছেন তিনি। এমনটাই জানালেন ওয়ালশ।
তিনি বলেন, চ্যালেঞ্জ নিয়েই বাংলাদেশে এসেছি। সেই চ্যালেঞ্জটাকে জয় করতে চাই।
ওয়ালশ বলেন, বাংলাদেশের মানুষ খুবই ক্রিকেট পাগল। এখানকার মানুষ বন্ধুত্বপূর্ণ। বাংলাদেশ টিমে বেশ কিছু তরুণ প্রতিভাবান ক্রিকেটার রয়েছেন। এসব ক্রিকেটারদের নিয়ে কাজ করার জন্যই চ্যালেঞ্জটা নিলাম।
ভিন্ন সংস্কৃতির সঙ্গে মানিয়ে নিতেও সমস্যা হবে না বলে জানান তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন