টাইগার তানভীরকে ক্রিকেটার শেন ওয়ার্নের সঙ্গে তুলনা হাথুরুসিংহের

‘এসেই ভালো করবে এমন নয়। সর্বকালের সেরা স্পিনার শেন ওয়ার্ন। তার প্রথম দুই ম্যাচ দেখুন, কিছুই করেনি। তানভীর প্রথম ম্যাচে খারাপ করেনি। দ্বিতীয় ম্যাচ প্রত্যাশা অনুযায়ী ভালো হয়নি। ওই ম্যাচে কোনো স্পিনারই ভালো করেনি।’
তানভীরকে কেনো দলে নেয়া হয়েছে এমন প্রশ্নের জবাবে রবিবার নেপিয়ারে টিম হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেছেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে।
‘দলে স্থিতিশীলতা আনতে শুভাগত হোমকে ডাকা হয়েছে। তাছাড়া ওর শেষ টি-টোয়েন্টি ম্যাচের কথা মাথায় ছিল। ও টি-টোয়েন্টি বিশ্বকাপে ভালো খেলেছে এবং শেষ দুই ম্যাচে ভালো বোলিং করেছে। দল নির্বাচনে আমরা ধারাবাহিকতা বজায় রাখতে হবে।’ মন্তব্য হাথুরুসিংহের।
নাসিরকে স্কোয়াডে না রাখা নিয়ে চন্ডিকা বলেন, ‘নাসিরকে কোন পজিশনে নিব। দলে একই পজিশনে খেলার মতো মোসাদ্দেক আছে, মিরাজ আছে, শুভাগত আছে। গত দুই বছরে এদের চেয়ে নাসির কী এমন পারফরম্যান্স করেছে যে তাকে দলে নিব। আমি কি একই পজিশনের জন্য চারজনকে দলে নিব।’
প্রসঙ্গত, আগামী ৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। আর দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে ৬ ও ৮ জানুয়ারি।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন