রবিবার, সেপ্টেম্বর ২৯, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

টাকার বিনিময়ে বিনামূল্যের বই, প্রধান শিক্ষক বরখাস্ত

বিনামূল্যের সরকারি বই দেওয়ার নামে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইল ৮৯ নম্বর তাঁতখানা সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে। নির্ধারিত সময়ের দুদিন পরেও শিক্ষার্থীরা বই পায়নি। বরং প্রত্যেকের কাছ থেকে ২০০ টাকা নেওয়া হয়েছে বই বিতরণের নামে।

বিষয়টি জানার পর বিদ্যালয়ের প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত করেছে জেলা প্রশাসন। একই সঙ্গে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি বিলুপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।

আজ রোববার তাঁতখানা প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে শিক্ষার্থীদের ভিড়। সঙ্গে অভিভাবকরাও ছিলেন।

খুদে শিক্ষার্থীদের একজন বলে, ‘টাকা নিয়ে টিকেট দেয়। টিকেট দিলে বই দেবে। টিকেট হারিয়ে গেলে বই দেবে না।’

এক মা তাঁর সন্তানকে নিয়ে এসেছিলেন। তিনি বলেন, ‘২০০ টাকা নিয়েছে আমার কাছ থেকে। বাচ্চার বাপে রিকশা চালায়। বলছি ১০০ টাকা নিতে। বলে কি তাইলে বাচ্চা নিয়ে চলে যান।’

অন্য এক অভিভাবক বলেন, ‘আমরা জানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে টাকা নিয়ে বই দেওয়ার কোনো নিয়ম নেই। এ ২০০ টাকা কেন নেওয়া হচ্ছে বুঝতে পারছি না।’

এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজুর রহমান বলেন, ‘এ টাকা আমি নিচ্ছি না। এ টাকা নিচ্ছে কমিটির লোকেরা। আমার লোকজন টাকা নিচ্ছে না। এ ব্যাপারে আমি জড়িত না। আমি কিছু জানিও না।’

হাফিজুর রহমান আরো বলেন, ‘আমি খুব অসহায়। আমার কিছু বলার নেই। আমাকে মাফ করুন আপনারা।’ তিনি আরো বলেন, ‘আমার সরকারি কোনো লোকজন টাকা নিচ্ছে না। সরকারি কোনো শিক্ষক এর সঙ্গে জড়িত না।’

হাফিজুর রহমান আরো বলেন, ‘ওনারা স্থানীয় লোক। এখন এ ব্যাপারে আমি কী বলব বলেন।’

এ ব্যাপারে তাঁতখানা প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি এম এ বারী বলেন, ‘এটা তো খেলাধুলার চাঁদা। অনেক স্কুল এ টাকাটা ভেঙে ভেঙে নেয়।’

এম এ বারী বলেন, ‘পরীক্ষার আগে আমরা অভিভাবকদের ডেকে ছিলাম। তাঁদের সঙ্গে আলোচনা করেই নিয়েছি। স্কুলের তো মেইনটেইনেন্স খরচ লাগে। সরকার তো কেবল বিল্ডিংগুলো দেয়। আর খুচরো কিছু খরচ আছে, বিদ্যুৎ বিলের ঝামেলা আছে। এগুলো তো আর তারা দেয় না।

টাকা নেওয়ার ব্যাপারে সরকারের কোনো অনুমতি নিয়েছেন কি না জানতে চাইলে এম এ বারী বলেন, ‘না, এ ব্যাপারে অনুমতি নেওয়া হয়নি।’

এ ব্যাপারে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দা মাহফুজা বেগম বলেন, ‘অভিযোগের ভিত্তিতে প্রাথমিক তদন্তে সত্যতা প্রমাণিত হওয়ায় প্রধান শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করেছি। ম্যানেজিং কমিটি বাতিলের জন্য প্রস্তাব রেখেছি, কারণ এটা শিক্ষা কমিটির অনুমোদনক্রমে হয়। এখন অ্যাডহক কমিটিতে চলবে। আর পাঁচটি উপজেলায় সংবাদটি ছড়িয়ে দিয়েছি। যেন ভবিষ্যতে এ ধরনের দুর্নীতি কেউ না করে।’

মাহফুজা বেগম আরো বলেন, ‘১ তারিখেই আমরা সমস্ত বিদ্যালয়ে বই দিয়ে দিয়েছি।’

এ ব্যাপারে জেলা প্রশাসক মো. আনিসুর রহমান মিয়া বলেন, ‘বই পাওয়ার জন্য শিক্ষার্থীদের একটি টাকাও দিতে হবে না।’ তিনি আরো বলেন, ‘বই পরিবহনের খরচও স্কুল থেকে নেওয়ার কোনো অবকাশ নেই।’

আনিসুর রহমান মিয়া বলেন, ‘তাঁতখানা স্কুলের প্রধান শিক্ষককে বরখাস্ত করেছি। আজকের মধ্যেই ওই স্কুলের ম্যানেজিং কমিটি বাতিল হবে। আরো খোঁজ নিচ্ছি। কোথাও এ রকম ঘটনা ঘটলে একই ব্যবস্থা নেওয়া হবে।’ তিনি আরো বলেন, শিক্ষার্থীদের কাছ থেকে কত টাকা নিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষকে তা খোঁজ নিতে বলেছি। আগামী এক বা দুই কর্মদিবসের মধ্যেই তা ফেরত দেওয়ার ব্যবস্থা করব।’

এই সংক্রান্ত আরো সংবাদ

সোমবারের বৈদেশিক মুদ্রার বিনিময় হার

এক কোটিরও বেশি প্রবাসী বাংলাদেশি বিশ্বের বিভিন্ন দেশে বাস করেনবিস্তারিত পড়ুন

১৪ দিনে রেমিট্যান্স এলো ১৬৪ কোটি ডলার

এ মাসের প্রথম ১৪ দিনে এসেছে ১৬৪ কোটি ৬৭ লাখবিস্তারিত পড়ুন

বিশ্ব অর্থনীতির তালিকায় জাপানকে ছাড়িয়ে গেল রাশিয়া

বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ জাপানকে ছাড়িয়ে গেল রাশিয়া। জুনেরবিস্তারিত পড়ুন

  • ডাক ও টেলিযোগাযোগ খাতে এডিপি বাস্তবায়ন শতভাগ
  • এডিবি ২৫ কোটি ডলার ঋণ দেবে সামাজিক নিরাপত্তায়  
  • ত্রিভুজ ক্ষমতাকাঠামোর অধীনে প্রণীত ত্রিশঙ্কু বাজেট
  • ট্রেজারি বন্ড রি-ইস্যুর নিলাম মঙ্গলবার
  • নিজ ভূমি অধিকার সুনিশ্চিত করলে তা জীবনযাত্রার মানোন্নয়নে সহায়ক হয় : ভূমিমন্ত্রী
  • বছরের শেষের দিকে মূল্যস্ফীতি কমে আসবে: অর্থমন্ত্রী
  • এজেন্ট ব্যাংকিংয়ে ঋণ বিতরণ বেড়েছে ৪১ শতাংশ
  • ‘মুক্ত বিনিয়োগ নীতি গ্ৰহনে পাচারকৃত অর্থ ফেরানোর সুযোগ রয়েছে’
  • বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি খলীকুজ্জমান, সম্পাদক আইনুল
  • নীতি সহায়তা যুক্ত হচ্ছে রফতানিতে
  • দেশের রিজার্ভ কমে ১৮ বিলিয়ন ডলার
  • সমাজ পরিবর্তনে পোশাক শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে : বস্ত্র ও পাট মন্ত্রী