টাকা না দেয়ায় বাবাকে গুলি করে খুন
টাকা না দেয়ায় বাবাকে গুলি করে খুন করেছে নেশাগ্রস্ত ছেলে।
রোববার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকার কেরানীগঞ্জ উপজেলার হযরতপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, তমিজউদ্দিন (২৩) নামের ওই যুবক মাদক সেবনের জন্য পিতার কাছে ৫০০ টাকা দাবি করে। টাকা দিতে রাজি না হওয়ায় ক্ষুব্ধ হয়ে সে পিতা মমতাজউদ্দিনকে (৬৪) গুলি করে। এতে ঘটনাস্থলেই মমতাজউদ্দিন মারা যায়।
নিহতের স্ত্রী উখিলা বেগম বলেন, দুপুরে তিনি ও তার স্বামী বাসায় বসে কথা বলছিলেন। এমন সময় ছোট ছেলে তমিজউদ্দিন ঘরে ঢুরে বাবার কাছে ৫০০ টাকা দাবি করে।
তিনি বলেন, টাকা দিতে রাজি না হওয়ায় বাপ-ছেলের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে কোমর থেকে পিস্তল বের করে তমিজউদ্দিন তার বাবার বুকে গুলি করে পালিয়ে যায়।
স্থানীয়রা জানান, মমতাজউদ্দিনের চার ছেলে ও দুই মেয়ের মধ্যে সবার ছোট তমিজউদ্দিন। তমিজউদ্দিন বখাটে প্রকৃতির এবং নেশাগ্রস্ত। কাজ কর্ম না করে সন্ত্রাসী কর্মকাণ্ড করে বেড়ায়।
কেরানীগঞ্জ মডেল থানার ওসি ফেরদাউছ হোসেন জানান,
নেশার টাকা না পেয়ে পিতাকে গুলি করে হত্যা করে তমিজউদ্দিন। ঘটনার পর পরই তিনি পালিয়ে গেছেন। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
রাজধানীতে আনসার ব্যাটালিয়ন মোতায়েন
ঢাকা মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষায় ১৬ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েনবিস্তারিত পড়ুন
ঢাবি বন্ধের সিদ্ধান্তে শিক্ষার্থীদের হল ত্যাগে ধন্যবাদ জানিয়েছে কর্তৃপক্ষ
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী হল ছেড়ে যাওয়ায় শিক্ষার্থীদেরবিস্তারিত পড়ুন
রাজধানীতে কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষে সাংবাদিকসহ আহত ২৩
রাজধানীতে কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষে ছাত্রলীগ, শিক্ষার্থী, মহিলা আওয়ামী লীগবিস্তারিত পড়ুন