টাঙ্গাইলে বাস উল্টে আহত-২৫ : দীর্ঘ যানজট
টাঙ্গাইলের মির্জাপুরে বাস উল্টে কমপক্ষে ২৫ জন যাত্রী আহত হয়েছেন। আজ মঙ্গলবার ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর বাইপাসের বাওয়ার কুমারজানীতে এ দুর্ঘটনা ঘটে। এতে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। আহতদের মধ্যে পাঁচজনকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।
বাস যাত্রীরা জানায়, সোমবার বিকালে রংপুর থেকে চট্রগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের বাস (ঢাকা মোট্রা ব-১১ ৫১১৯) ওই স্থানে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পড়ে উল্টে যায়। এতে বাসে থাকা যাত্রীরা কমবেশি আহত হন। খবর পেয়ে হাইওয়ে ও থানা পুলিশ আহতদের উদ্ধার করে। আহতদের মধ্যে পাঁচ জনকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ দুর্ঘটনার পর মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে মহাসড়কের চলাচালকারী যানবাহনের যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হয়। পরে হাইওয়ে ও থানা পুলিশের হস্তক্ষেপে সকাল দশটার দিকে মহাসড়ক যানজটমুক্ত হয়।
এ ব্যাপারে মির্জাপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক জুলহাস মিয়া সময়ের কন্ঠস্বরকে বলেন, দুর্ঘটনার কারণ ছাড়াও মহাসড়কে যানবাহনের চাপ বেশি থাকায় যানজট হয়েছিল।
এই সংক্রান্ত আরো সংবাদ
টাঙ্গাইলে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
টাঙ্গাইলের নাগরপুরে ছাত্রলীগ নেতা জাহিদ হাসান ঝলককে বাড়ি থেকে ডেকেবিস্তারিত পড়ুন
তীব্র যানজটঃ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত
গত কয়েক দিনের টানা বৃষ্টি, খানা খন্দক আর ভাঙ্গাচোরা ব্রিজেরবিস্তারিত পড়ুন
ঢাকা-উত্তরবঙ্গ ট্রেন বন্ধ !
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় পৌলি নদীর ওপরের রেলসেতুর একাংশের মাটি বন্যারবিস্তারিত পড়ুন