টাঙ্গাইলে বিদ্যুতের তারে জড়িয়ে দুজনের মৃত্যু

টাঙ্গাইলের বাসাইল ও দেলদুয়ারে বিদ্যুতের তারে জড়িয়ে দুজনের মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুরে এই পৃথক ঘটনা ঘটে। বিদ্যুৎস্পৃষ্টে নিহতরা হলেন- টাঙ্গাইলের বাসাইল পৌর এলাকার কৃষক ফজল মিয়া (৬০) ও সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের সুরুজ তারটিয়া এলাকার নির্মাণশ্রমিক নুরুজ্জামান নুরু (৪০)।
পুলিশ ও স্থানীয়রা জানান, বাসাইল পৌর এলাকা পূর্বপাড়ার কৃষক ফজল মিয়া বাজার থেকে মাথায় সারের বস্তা নিয়ে বাড়ি ফিরছিলেন। এক পর্যায়ে বাড়ির সামনে থাকা বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়েন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফজল মিয়াকে মৃত ঘোষণা করেন।
এদিকে, নির্মাণ শ্রমিক নুরু দেলদুয়ার উপজেলার উত্তর বাজার এলাকায় পন্টু মিয়ার বিল্ডিংয়ের তৃতীয় তলায় নির্মাণ কাজ করছিলেন। বিল্ডিংয়ের ওপর দিয়ে বিদ্যুতের তার টানানো ছিল। এক পর্যায়ে তিনিও তারে জড়িয়ে ঘটনাস্থলে মারা যান।
এ ব্যাপারে টাঙ্গাইল পল্লী বিদ্যুৎ সমিতির দেলদুয়ার জোনাল অফিসের পরিদর্শক গোলাম কিবরিয়া বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়। পরে মৃতদেহ উদ্ধার করা হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ

ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. সারোয়ার জাহানবিস্তারিত পড়ুন

আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন

নরসিংদীতে সন্ত্রাসী হামলায় হার্ট এ্যাটাক হয়ে ব্যবসায়ীর মৃত্যু
নিজস্ব সংবাদদাতা: নরসিংদী জেলাধীন ভাঙ্গা এলাকার অধিবাসী ব্যবসায়ী জনাব মুস্তাকবিস্তারিত পড়ুন