টাঙ্গাইলে স্ত্রী কর্তৃক স্বামী প্রতারিত, থানায় লিখিত অভিযোগ !!
টাঙ্গাইল প্রতিনিধি, মো. ফরমান শেখঃ টাঙ্গাইলের কালিহাতীতে স্ত্রী কর্তৃক স্বামী প্রতারিত হওয়ার ঘটনা ঘটেছে। এ বিষয়ে স্বামী জাহিদ হোসেন(৩৪)বাদি হয়ে কালিহাতী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগের ভিত্তিতে জানাযায়,বিগত ৭ বছর পূর্বে উপজেলার মরিচকুড়ী গ্রামের বুজরত আলীর ছেলে জাহিদ হোসেনের সাথে একই উপজেলার ধল্লাই পাকুটিয়া গ্রামের মিয়া চাঁনের মেয়ে মনিরা(২৫)এর সাথে রেজিঃ কাবিন মূলে বিবাহ হয়।
তাদের দাম্পত্য জীবনে এক মেয়ে সন্তান রয়েছে। জাহিদ হোসেন দীর্ঘদিন যাবৎ ব্র“নাই, ইরাক ও সৌদি আরবে লেবারের কাজ করিয়া আসিতেছে।
তার উপার্জিত আনুমানিক ১৮ লক্ষ টাকা ও ৫ ভরি ওজনের স্বার্ণালংকার এবং ১৪০ শতাংশ জমির দলিল তার স্ত্রী মনিরা বেগমের নিকট গচ্ছিত রাখে। মনিরা তার স্বামী প্রবাসে থাকা কালীন সময়সহ বর্তমানে তার পিতার বাড়িতে অবস্থান করছে।
প্রবাস থেকে এসে গত ৬ জুলাই দুপুরে স্ত্রী মনিরাকে আনতে জাহিদ তার শ্বশুর বাড়ীতে গেলে স্ত্রী ও তার বোন জাহিদকে গালিগালাজসহ মিথ্যা মামলায় ফাঁসাবে বলে বিভিন্ন প্রকার হুমকি প্রদান করে ।
পরে উপরোক্ত টাকা,স্বার্ণালংকার ও জমির দলিল চাইলে জাহিদের স্ত্রী তার ঘর সংসার করবে না এবং টাকা,স্বার্ণালংকার ও জমির দলিল দিবে না বলে বাড়ী থেকে জোরপূর্বক তাড়িয়ে দেয়।
স্ত্রী মনিরা ও তার বোন নূরী বেগম(৪৫)পরস্পর যোগসাজসে উক্ত টাকা,স্বার্ণালংকার ও জমির দলিল জাহিদের সাথে প্রতারণা করে আত্বসাৎ করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে অভিযোগের ভিত্তিতে জানাযায়।
এই সংক্রান্ত আরো সংবাদ
টাঙ্গাইলে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
টাঙ্গাইলের নাগরপুরে ছাত্রলীগ নেতা জাহিদ হাসান ঝলককে বাড়ি থেকে ডেকেবিস্তারিত পড়ুন
তীব্র যানজটঃ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত
গত কয়েক দিনের টানা বৃষ্টি, খানা খন্দক আর ভাঙ্গাচোরা ব্রিজেরবিস্তারিত পড়ুন
ঢাকা-উত্তরবঙ্গ ট্রেন বন্ধ !
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় পৌলি নদীর ওপরের রেলসেতুর একাংশের মাটি বন্যারবিস্তারিত পড়ুন