শনিবার, মে ১০, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

টিউশন ফির ওপর ভ্যাট প্রত্যাহার

অবশেষে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ওপর আরোপিত সাড়ে সাত শতাংশ ভ্যাট প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার দুপুরে অর্থমন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। এর আগে, সচিবালয়ে সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভ্যাট প্রত্যাহারের নির্দেশনা দেন বলে নাম প্রকাশে অনিচ্ছুক এক সিনিয়র মন্ত্রী জানান। জাতীয় রাজস্ব বোর্ডও (এনবিআর) এ বিষয়ে ব্যবস্থা নিচ্ছে বলে জানা যায়।

বৈঠক শেষে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের বলেন, ভ্যাট প্রত্যাহারের বিষয়ে মন্ত্রিসভায় কোনো আলোচনা হয়নি। তবে প্রধানমন্ত্রী অর্থমন্ত্রীর সঙ্গে এ বিষয়ে কথা বলেছেন। হয়তো এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়েছে। এনবিআরের পক্ষ থেকে এ বিষয়ে ঘোষণা আসতে পারে।

জাতীয় রাজস্ব বোর্ডের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, ভ্যাট প্রত্যাহারের সারসংক্ষেপ দুপুরের মধ্যে অর্থমন্ত্রণালয়ে পাঠানো হবে। পরে অর্থমন্ত্রীর অনুমোদন পেলে ভ্যাট প্রত্যাহারের প্রজ্ঞাপন জারি করা হবে।

২০১৫-১৬ অর্থবছরের বাজেটে প্রাথমিকভাবে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর ১০ শতাংশ ভ্যাট আরোপের ঘোষণা দেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। পরে শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কথা বিবেচনায় নিয়ে ভ্যাটের হার হ্রাস করে সাড়ে ৭ শতাংশ করা হয়।

কিন্তু এ ভ্যাট প্রত্যাহারের দাবিতে আন্দোলন করে আসছেন শিক্ষার্থীরা। ১০ সেপ্টেম্বর এনবিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, নতুন করে শিক্ষার্থীদের কাছ থেকে আদায়ের উদ্দেশ্যে ভ্যাট আরোপ করা হয়নি। বিদ্যমান টিউশন ফি’র মধ্যে ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে। এই ভ্যাটের অর্থ পরিশোধের দায়িত্ব বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের।

এরপরও আন্দোলন থামেনি শিক্ষার্থীদের। রাজধানীর বিভিন্ন রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন তারা।

গত শুক্রবার রাজধানীর এক অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সাংবাদিকদের বলেন, ‘আলটিমেটলি শিক্ষার্থীদের ওপরই এটা যাচ্ছে। এ বছর তারা (বিশ্ববিদ্যালয়গুলো) কিছুই চার্জ করছে না। কিন্তু ভবিষ্যতে যখন ফিস নির্ধারণ করবে, সেটার একটা হিসাব নেবে।’

ভ্যাট প্রত্যাহারের বিষয়ে অর্থমন্ত্রী রবিবার সচিবালয়ে সাংবাদিকদের বলেন,

‘বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর দ্বার তো রুদ্ধ নয়। আমি আশা করি তারা সরকারের সঙ্গে আলোচনায় বসবে। পুনর্বিবেচনা তো সব সময়েই করি। এটা কোনো রিজিট পজিশন নয়।’

সোমবারও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজধানীর গুলশান, বনানী, রামপুরা ও উত্তরাসহ বিভিন্ন স্থানে রাস্তা অবরোধ করে ভ্যাট প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ করেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

শেকৃবির ১২ শিক্ষককে সাময়িক বরখাস্ত

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) “আওয়ামীপন্থি” ১২ শিক্ষককে সাময়িক বরখাস্তের সিদ্ধান্তবিস্তারিত পড়ুন

২৭তম বিসিএসে বঞ্চিত ১,১৩৭ জনের চাকরি ফেরত দিতে সুপ্রিম কোর্টের নির্দেশ

১৭ বছর আগে ২৭তম বিসিএসে নিয়োগবঞ্চিত ১,১৩৭ জনের চাকরি ফেরতবিস্তারিত পড়ুন

এইচএসসির ফল প্রকাশ মঙ্গলবার, জানা যাবে যেভাবে

মঙ্গলবার (১৫ অক্টোবর) এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করাবিস্তারিত পড়ুন

  • টোফেল পরীক্ষার নিবন্ধন করবেন যেভাবে
  • মারা গেলেন কোটা আন্দোলনে আহত জবি শিক্ষার্থী সাজিদ
  • ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষার সময়সূচি জানালো পিএসসি
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • ঢাবি বন্ধের সিদ্ধান্তে শিক্ষার্থীদের হল ত্যাগে ধন্যবাদ জানিয়েছে কর্তৃপক্ষ
  • হত্যাকাণ্ডসহ সব অনভিপ্রেত ঘটনার বিচার বিভাগীয় তদন্ত হবে: প্রধানমন্ত্রী
  • বৃহস্পতিবার সারাদেশে কমপ্লিট শাটডাউন ঘোষণা কোটা আন্দোলনকারীদের
  • নতুন শিক্ষাক্রমে বিষয়ভিত্তিক মূল্যায়ন ৭ ধাপ হবে
  • একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ আজ
  • বুয়েট পাচ্ছে ১০০ কোটি টাকার ন্যানো ল্যাব  
  • শিক্ষাপ্রতিষ্ঠানে ২০ দিনের ছুটি শুরু কাল
  • একাদশে ভর্তির আবেদন পড়েছে ১২ লাখের বেশি