টিএসসিতে গায়ে আগুন দিয়ে ‘আত্মহত্যার চেষ্টা’ ছাত্রীর

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে কেরোসিন ঢেলে নিজের গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন এক ছাত্রী। বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে টিএসসির বাঁধন অফিসের ভেতর এ ঘটনা ঘটে।
ওই ছাত্রীর নাম আঞ্জুমান আরা হোসেন অন্তু। তিনি বিশ্ববিদ্যালয়ের ফার্সী ভাষা ও সাহিত্য বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। কবি সুফিয়া কামাল হলের আবাসিক এই ছাত্রী একইসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় ট্যুরিস্ট সোসাইটির (ডিইউসিএস) সংস্কৃতি বিষয়ক সম্পাদক। অন্তু বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন।
এ বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. আমজাদ আলী বলেন, মেয়েটি গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা করে। এরপর কয়েকজন আগুন নিভিয়ে তাকে ঢাকা মেডিকেল নিয়ে যায়। ব্যান্ডেজ করা শেষে এখন তাকে বার্ন ইউনিটে রাখা হয়েছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পদক্ষেপের বিষয়ে অধ্যাপক আমজাদ বলেন, আমরা মেডিকেল কর্তৃপক্ষকে বলেছি তারা যেন গুরুত্বের সঙ্গে মেয়েটির চিকিৎসা করে। এছাড়া হল প্রশাসনকে আমরা বলে দিয়েছি তারা যেন মেয়েটির চিকিৎসার খরচ আপাতত ব্যায় করে। পরে তদন্ত করে বাকি ব্যবস্থা নেয়া হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছভুক্ত (জিএসটি) বিশ্ববিদ্যালয়সমূহের “বি” ইউনিটের (মানবিক বিভাগের) ভর্তিবিস্তারিত পড়ুন

শেকৃবির ১২ শিক্ষককে সাময়িক বরখাস্ত
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) “আওয়ামীপন্থি” ১২ শিক্ষককে সাময়িক বরখাস্তের সিদ্ধান্তবিস্তারিত পড়ুন

২৭তম বিসিএসে বঞ্চিত ১,১৩৭ জনের চাকরি ফেরত দিতে সুপ্রিম কোর্টের নির্দেশ
১৭ বছর আগে ২৭তম বিসিএসে নিয়োগবঞ্চিত ১,১৩৭ জনের চাকরি ফেরতবিস্তারিত পড়ুন