টি২০বিশ্বকাপ ট্রফি আসছে ১৪ জানুয়ারি
এডিনবরা থেকে দিল্লি। আজ (শনিবার) থেকে শুরু হয়ে ৩৬ দিনের ভ্রমণ শেষে ১ ফেব্রুয়ারি ভারতে আসবে ২০১৬ সালের টি২০ বিশ্বকাপের ট্রফি। এর মধ্যে বিশ্বকাপের ট্রফিটি ঘুরবে বাংলাদেশসহ ১২টি দেশে। মুম্বাইয়ে শুরু করে বিশ্বকাপে অংশগ্রহণকারী দেশগুলোর বিভিন্ন শহরে প্রদর্শিত হয়ে ভারতের রাজধানী নয়াদিল্লিতে শেষ হবে এই ট্রফির যাত্রা।
শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।
যাত্রাপথে বেশ কয়েকটি আন্তর্জাতিক ও ঘরোয়া আসরের ম্যাচেও বিশ্বকাপের ট্রফি প্রদর্শিত হবে বলে জানিয়েছে আইসিসি।
ইউরোপে যাত্রা শুরুর পর ট্রফিটি প্রথমে যাবে স্কটল্যান্ডে। এরপর আয়ারল্যান্ড, ইংল্যান্ড, নেদারল্যান্ডস ঘুরে যাবে আফ্রিকা মহাদেশে। এরপর ২ থেকে ৭ জানুয়ারি জিম্বাবুয়ের হারারে ও দক্ষিণ আফ্রিকার কেপটাউন ঘুরে টি২০ বিশ্বকাপের ট্রফি এশিয়া মহাদেশে প্রবেশ করবে ১১ জানুয়ারি। ১১ ও ১২ জানুয়ারি পাকিস্তান ভ্রমণ শেষে ট্রফিটি বাংলাদেশে আসবে ১৪ জানুয়ারি। দেশের কয়েকটি জায়গায় সমর্থকদের জন্য বিশ্বকাপের ট্রফি দেখার সুযোগ করে দেবে ক্রিকেট বোর্ড ও স্পন্সর প্রতিষ্ঠান ‘নিশান’।
এরপর শ্রীলংকা ঘুরে ২১ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত অস্ট্রেলিয়া মহাদেশে থাকবে এ ট্রফিটি। অবশেষে ১ ফেব্রুয়ারি দিল্লিতে যাত্রা শেষ হবে বিশ্বকাপ ট্রফির।
আইসিসির প্রেসিডেন্ট জানান, ‘ক্রিকেটভক্তদের বিশ্বকাপের ট্রফি দেখার সুযোগ করে দেওয়ার জন্যই এ আয়োজন। ভক্ত-সমর্থকরা এর ফলে উজ্জীবিত হবেন।’
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন