টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশকে আমন্ত্রণ পাকিস্তানের
দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার জন্য বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। আগামী মে মাসে সিরিজটি খেলতে চায় পাকিস্তান।
এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে পাকিস্তানের জনপ্রিয় সংবাদ মাধ্যম দ্য ডন। তারা বলছে, ঘরের মাঠে আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে মরিয়া হয়ে চেষ্টা করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। তারই অংশ হিসেবে বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে তারা।
কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে এ বিষয়ে এখন পর্যন্ত কিছু বলা হয়নি। বিসিবির পক্ষ থেকে পাকিস্তানকে কোনো সাড়াও দেয়া হয়নি বলে জানিয়েছে ডন।
আগামী জুন- জুলাইয়ে বাংলাদেশ সফরে আসার কথা পাকিস্তানের। পাকিস্তান ক্রিকেট বোর্ড চাইছে তার আগে বাংলাদেশ পাকিস্তান সফর করে আসুক। কিছুদিন আগেও এ রকম কথা উঠেছিলো। তখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড স্পষ্ট করে জানিয়েছে, নিরাপত্তা ঝুঁকি নিয়ে পাকিস্তানে যাবে না বাংলাদেশ ক্রিকেট দল।
কিছুদিন আগে পাকিস্তান সুপার লিগের ফাইনাল ঘরের মাঠে আয়োজন করেছে পিসিবি। ওই আয়োজনটা মোটামুটি সফলই ছিলো। এরপর থেকেই মূলত ঘরের মাঠে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর জন্য আপ্রাণ চেষ্টা করছে তারা।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন