টি-২০ তে অনন্য রেকর্ড গেইলের- ২য় কারো নেই এই রেকর্ড

খুব কাছে এসেও কম অপেক্ষা করতে হয়নি ক্রিস গেইলকে। একে তো ব্যাটে রান পাচ্ছিলেন না তার ওপর একাদশেও নিয়মিত জায়গা হচ্ছিল না। যে কারণে প্রথম খেলোয়াড় হিসেবে টি-টোয়েন্টিতে ১০ হাজার রানের মাইলফলক গড়তে অপেক্ষা প্রলম্বিত হচ্ছিল এই ক্যারিবিয়ান দানবের। অবশেষে অপেক্ষার অবসান হলো। মঙ্গলবার আইপিএলের ম্যাচে গুজরাট লায়ন্সের বিপক্ষে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে খেলতে নেমেই রেকর্ড গড়ে ফেললেন গেইল।
রাজকোটের সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে মঙ্গলবার গেইল যখন ব্যাটিংয়ে নামেন তখন তার নামের পাশে জ্বলজ্বল করছিল ৯,৯৯৭ রান। মাইলফলক থেকে মাত্র ৩ রান দূরে ছিলেন তিনি। ধাওয়াল কুলকর্নির করা ইনিংসের প্রথম ও পঞ্চম বলে সিঙ্গেল নিয়ে ৯,৯৯৯ রানে পৌঁছেন গেইল।
মাইলফলকে পৌঁছতে দরকার ১ রান। কিন্তু স্ট্রাইক পেতে গেইলকে অপেক্ষা করতে হয় আরো ১৩ বল। বাসিল থাম্পির করা চতুর্থ ওভারের প্রথম বলে কোনো রান নিতে পারেননি গেইল। পরের বলেও নেই রান। তৃতীয় বলে সিঙ্গেল নিয়েই গড়েন ইতিহাস।
আইপিএলের দশম আসরের উদ্বোধনী ম্যাচে সানরাইজার্সের বিপক্ষে ২১ বলে ৩২ রান করেছিলেন গেইল। তবে দ্বিতীয় ম্যাচে চরম ব্যর্থ হন তিনি। ৮ বলে মাত্র ৬ রান করে আউট হন ক্যারিবিয়ান ব্যাটসম্যান। তৃতীয় ম্যাচে দলে জায়গা পেলেও নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি ক্যারিবিয়ান ব্যাটসম্যান। মুম্বাইয়ের বিপক্ষে করেছিলেন ২২ রান। যে কারণে একাদশে জায়গা হারান গেইল। মঙ্গলবার ইনজুরির কারণে এবি ডি ভিলিয়ার্স খেলতে না পারায় একাদশে ফিরেই ১০ হাজার রানের রেকর্ড গড়েন জ্যামাইকান দানব।
ওয়েস্ট ইন্ডিজ এবং বিশ্বের বিভিন্ন লিগে এখন পর্যন্ত ২৮৯ ম্যাচে ১০০০২ রান করেছেন গেইল। ১৮টি সেঞ্চুরি এবং ৬০টি হাফসেঞ্চুরির সাহায্যে এই রান করেন তিনি। স্বীকৃতি টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রহকারীর দৌড়ে অন্যদের চেয়ে বেশ এগিয়ে রয়েছেন গেইল। দ্বিতীয় স্থানে থাকা ব্রেন্ডন ম্যাককালামের চেয়ে প্রায় আড়াই হাজার রান বেশি করেছেন তিনি। ৭,৫২৪ রান নিয়ে দুই নম্বরে রয়েছেন ম্যাককালাম।
গেইল-ম্যাককালাম ছাড়া ৭ হাজার রান করেছেন আর মাত্র তিনজন ব্যাটসম্যান। তারা হলেন- ব্রাড হজ (৭৩৩৮), ডেভিড ওয়ার্নার (৭১৫৬) ও কিয়েরন পোলার্ড (৭,০৮৭)। বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে তামিম ইকবাল সর্বোচ্চ ৩,৮৪৭ রান করেছেন। সাকিব আল হাসান করেছেন ৩,৬৭৮ রান।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন