টুটুল আগেই থানায় জিডি করেছিলেন
শুদ্ধস্বর প্রকাশনীর প্রকাশক ও ব্লগার আহমেদুর রশিদ টুটুল অভিজিৎ হত্যার পরপরই নিজের নিরাপত্তা চেয়ে মোহাম্মদপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন।
শনিবার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে টুটুলের স্বজন ও বন্ধুরা এ কথা জানান।
স্বজনদের দাবি, লেখক ও ব্লগার অভিজিৎ রায় হত্যার পরপরই টুটুল নিরাপত্তা চেয়ে মোহাম্মদপুর থানায় একটি জিডি করেন। জিডির পর পুলিশ কখনোই টুটুলের খোঁজ-খবর নেয়নি।
এদিকে মোহাম্মদপুর থানায় যোগাযোগ করা হলে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন মীর বলেন, কোন মাসে টুটুল জিডি করেছিল তা আমার জানা নেই। এছাড়া ওই সময় আমি কেরানীগঞ্জ থানায় কর্মরত ছিলাম। তবে বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। আর টুটুল জিডির পর কোনোদিন নিরাপত্তা নিয়ে আশঙ্কার কথা পুলিশকে জানাননি।
শনিবার বিকেলের দিকে মোহাম্মদ লালমাটিয়া এলাকায় প্রকাশনা সংস্থা শুদ্ধস্বরের কার্যালয়ে ঢুকে টুটুলসহ তিন ব্লগারকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। পরে পুলিশ ও স্বজনরা তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসে।
এই সংক্রান্ত আরো সংবাদ
রাজধানীতে আনসার ব্যাটালিয়ন মোতায়েন
ঢাকা মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষায় ১৬ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েনবিস্তারিত পড়ুন
ঢাবি বন্ধের সিদ্ধান্তে শিক্ষার্থীদের হল ত্যাগে ধন্যবাদ জানিয়েছে কর্তৃপক্ষ
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী হল ছেড়ে যাওয়ায় শিক্ষার্থীদেরবিস্তারিত পড়ুন
রাজধানীতে কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষে সাংবাদিকসহ আহত ২৩
রাজধানীতে কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষে ছাত্রলীগ, শিক্ষার্থী, মহিলা আওয়ামী লীগবিস্তারিত পড়ুন