টেকনাফ সড়কে মোটরসাইকেল দুর্ঘটনা
কক্সবাজারের টেকনাফের হ্নীলায় মোটরসাইকেল দুর্ঘটনায় হাজী ছৈয়দুল আমিন (৬৯) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় ট্যুরিস্ট পুলিশের এক সদস্য আহত হয়েছেন। নিহত ব্যক্তি হ্নীলা দক্ষিণ ফুলের ডেইল এলাকার মৃত নাজির হোছনের ছেলে ও বিডি নিউজ ২৪ ডটকমের সিনিয়র রিপোর্টার সাংবাদিক জাফর আহমদের পিতা বলে জানা গেছে।
জানা যায়, রবিবার দুপুরে টেকনাফ-কক্সবাজার সড়কে টেকনাফ ট্যুরিস্ট পুলিশের দুই সদস্য রায়হান ও জাবেদ বাজারে কেনা-কাটা করে মোটরসাইকেলে অফিসে ফেরার পথে হ্নীলা দরগাহ ষ্টেশন চৌরাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে থাকা হাজী ছৈয়দুল আমিনকে চাপা দেয়। এতে চালক রায়হানও আহত হয়। এ সময় পার্শ্ববর্তী লোকজন এসে তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় ও জেলা সদর হাসপাতালে প্রেরণ করে।
এদিকে কক্সবাজার হাসপাতালে নিয়ে গেলে গুরুত্বর আহত হাজী ছৈয়দুল আমিনের অবস্থার উন্নতি না হলে চিকিৎসক চমেক হাসপাতালে স্থানান্তর করে। তাকে গাড়িতে চমেকে নেওয়ার পথে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। পারিবারিক সিদ্ধান্তমতে নিহতকে আগামীকাল সোমবার সকালে হ্নীলা দরগাহ গোরস্থানে দাফনের প্রস্তুতি চলছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
কক্সবাজার স্পেশাল’ ট্রেন চালু হবে আগামী ১২ জুন
সাময়িক সময়ের জন্য বন্ধ হওয়া চট্টগ্রাম থেকে কক্সবাজার রুটে চলাচলবিস্তারিত পড়ুন
সন্ধ্যার মধ্যে ঝড়ের আশঙ্কা
আবহাওয়া অফিস কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগেবিস্তারিত পড়ুন
পালিয়ে আসা ২৮৮ বিজিপি-সেনাকে ফেরত পাঠালো বিজিবি
মিয়ানমারের রাখাইন রাজ্যে সরকারদলীয় বাহিনী ও বিদ্রোহীদের সঙ্গে চলমান সংঘাতবিস্তারিত পড়ুন