ট্রাকের ধাক্কায় অটোরিকশা চালকসহ নিহত ২
রাজশাহী: গোদাগাড়ীতে ট্রাক ধাক্কায় অটোরিকশার চালক দুই জন নিহত হয়েছেন। এতে আহত আরও চার জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার দুপুরে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের গোদাগাড়ী কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আবু ফরহাদ।
নিহতরা হলেন- অটোরিকশা চালক উপজেলার সারাংপুর গ্রামের রফিক (৩০) ও অটোরিকশার যাত্রী মহিশালবাড়ি গ্রামের তোফাজ্জাল হোসেন (৪৫)।
ওসি ফরহাট জানান, রাজশাহীগামী একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশার যাত্রী তোফাজ্জাল হোসেন ঘটনাস্থলেই মারা যান। এ সময় আহত চালকসহ পাঁচ জনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৪টার দিকে মারা অটোরিকশা চালক সারাংপুর গ্রামের রফিক মারা যান।
আহত যাত্রী শহিশালবাড়ির বাবু (৩০), সারাংপুরের আমির আলী (৫০) ও সাদিকুল ইসলাম (৩৫) এবং বারুইপাড়ার আশরাফুল (৩৫) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলেও জানান তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ
বগুড়ার ৩টি উপজেলায় নির্বাচন; ১৫৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ
রাত পোহালেই বগুড়ার তিন উপজেলা সারিয়াকান্দি, সোনাতলা ও গাবতলীতে ৬ষ্ঠবিস্তারিত পড়ুন
বিএনপি নেতাকর্মীরা বগুড়ায় আ.লীগ নেতার নির্বাচনী প্রচারণায়
বর্তমানে চলছে উপজেলা নির্বাচন। জাতীয় নির্বাচনের মত এই উপজেলা বির্নাচনেওবিস্তারিত পড়ুন
পদ্মায় গোসলে নেমে একসঙ্গে নিখোঁজ ৩ কিশোরের মরদেহ উদ্ধার
রাজশাহীতে পদ্মায় গোসল করতে নেমে নিখোঁজ তিন কিশোরের মরদেহ উদ্ধার করছে ফায়ারবিস্তারিত পড়ুন