ট্রাকের ধাক্কায় কনস্টেবল নিহত, আহত দুই পুলিশ
কুষ্টিয়া সদর উপজেলার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার শান্তিডাঙ্গা এলাকায় পুলিশ সদস্যদের বহনকারী ইঞ্জিনচালিত রিকশাভ্যানে ধাক্কা দিয়েছে একটি ট্রাক। এতে এক কনস্টেবল নিহত হয়েছেন। আহত হয়েছেন পুলিশের দুই সদস্য।
আজ শুক্রবার ভোররাত সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কনস্টেবলের নাম আরিফুল ইসলাম (২৫)। তাঁর বাড়ি নওগাঁর বদলগাছী উপজেলার খোজাগাড়ী গ্রামে।
আহত দুজন হলেন নায়েক আমিরুল ইসলাম (৩০) ও কনস্টেবল তুষার ইমরান (২৫)। তাঁদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) প্রলয় চিসিম জানান, গতকাল বৃহস্পতিবার রাতে ইবি গেট থেকে মধুপুর বাজার পর্যন্ত দায়িত্ব পালন করে ভোররাতে ইঞ্জিনচালিত রিকশাভ্যানে করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফিরছিলেন পুলিশ সদস্যরা। পথে শান্তিডাঙ্গায় পিছন থেকে রিকশাভ্যানটিকে একটি ট্রাক ধাক্কা দেয়। এ সময় ৩ পুলিশ সদস্য আহত হন। পরে তাঁদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কনস্টেবল আরিফকে মৃত ঘোষণা করেন। বাকি দুজনের চিকিৎসা চলছে।
ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় হতাহতের শিকার তিন পুলিশ সদস্য ইবি ক্যাম্পাসে দায়িত্ব পালন করছিলেন। তাঁরা খুলনার রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) সদস্য।
এই সংক্রান্ত আরো সংবাদ
রাজধানীতে আনসার ব্যাটালিয়ন মোতায়েন
ঢাকা মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষায় ১৬ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েনবিস্তারিত পড়ুন
ঢাবি বন্ধের সিদ্ধান্তে শিক্ষার্থীদের হল ত্যাগে ধন্যবাদ জানিয়েছে কর্তৃপক্ষ
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী হল ছেড়ে যাওয়ায় শিক্ষার্থীদেরবিস্তারিত পড়ুন
রাজধানীতে কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষে সাংবাদিকসহ আহত ২৩
রাজধানীতে কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষে ছাত্রলীগ, শিক্ষার্থী, মহিলা আওয়ামী লীগবিস্তারিত পড়ুন