ট্রাম্পকে ‘না’ করে দিলেন এক পিতা!

ইয়ামেনে আল-কায়েদার একটি ঘাঁটিতে অভিযানে গিয়ে নিহত হওয়ায় যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনীর কমান্ডার উইলিয়াম রায়ান ওয়েন্সের বাবা ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে অস্বীকৃতি জানিয়েছেন।
গত ২৮ জানুয়ারি ইয়ামেনে আল-কায়েদার একটি ঘাঁটিতে অভিযান চালায় যুক্তরাষ্ট্রের নেভি সিল বাহিনীর দল-৬। সেই দলের একজন সদস্য ছিলেন ৩৬ বছর বয়সী রায়ান ওয়েন্স। এটি ছিল ট্রাম্প প্রশাসনের প্রথম অভিযান। প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার মাত্র ছয়দিনের মাথায় ট্রাম্প এ অভিযানের অনুমোদন দেন।
বিবিসি জানায়, গত মাসে রায়ান ওয়েন্সের মৃতদেহ যখন বাড়িতে পৌঁছায়, তখন ডোনাল্ড ট্রাম্প তাঁর বাবা বিল ওয়েন্সের সঙ্গে দেখা করতে চান। কিন্তু তখন তিনি বলেন, ‘আমি দুঃখিত। আমি তাঁর (ট্রাম্প) সঙ্গে দেখা করতে চাই না।
মিয়ামি হেরাল্ডকে বিল ওয়েন্স বলেন, সরকার আমার ছেলেকে অভিযানে যেতে বাধ্য করেছে। সংবাদপত্রে দেওয়া এক সাক্ষাৎকারে বিল বলেছেন, সবে মাত্র সপ্তাহ হলো নতুন প্রশাসন এসেছে, এখনই কেন এ ধরনের অভিযান চালাতে হবে? কেন?
এদিকে, নিউইয়র্ক টাইমসের এক খবরে ওই অভিযানে সমঝোতা করা হয়েছে বলে অভিযোগ তোলা হয়েছে। যদিও এটা নিয়ে সেনাবাহিনী বিতর্ক করেছে। তারা বলছে, এমন কোনো তথ্য প্রমাণ নেই যে অভিযানে সমঝোতা করা হয়েছে। অভিযানে শিশুসহ বেশ কিছু সাধারণ নাগরিক নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
গতকাল রোববার হোয়াইট হাউসের মুখপাত্র সারাহ হুক্কাবি স্যান্ডারস বলেছেন, তিনি বিশ্বাস করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিষয়টি তদন্ত করতে সহযোগিতা করবেন। অভিযানের বিষয়টি নিয়ে অনেক সমালোচনা রয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দাবি ছিল, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পবিস্তারিত পড়ুন

ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন

মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন