ট্রাম্পের ‘অবৈধ ভোট’ অভিযোগ ‘ভিত্তিহীন’: হোয়াইট হাউজ

৮ নভেম্বরের নির্বাচনে লাখ লাখ অবৈধ ভোট পড়েছে – নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন অভিযোগকে ‘ভিত্তিহীন’ দাবি করেছে হোয়াইট হাউজ। হোয়াইট হাউজের প্রেস সচিব জশ আর্নেস্ট ট্রাম্পের অভিযোগকে বাতিল করে দিয়ে বলেছেন, প্রেসিডেন্ট নির্বাচনে ভোট কারচুপি হওয়ার কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি।
হোয়াইট হাউজে সোমবার আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের উদ্দেশ্যে জশ বলেন, “ওই রকম একটা অভিযোগকে বস্তুনিষ্ঠভাবে সত্যি প্রমাণ করার মতো কোনো দলিল বা সাক্ষ্য-প্রমাণ আমরা পাইনি।”
রোববার এক টুইটবার্তায় ডোনাল্ড ট্রাম্প বলেন, ৮ই নভেম্বরের নির্বাচনে জনগণের ভোটেও তিনিই জয় পেয়েছেন, “যদি অবৈধভাবে দেয়া লাখ লাখ ভোট বাদ দেয়া হয়।
পরে আরেকটি ফলোআপ টুইটে ট্রাম্প লিখেন, “নির্বাচনে জিততে যদি ইলেকটোরাল কলেজ পদ্ধতির বদলে তথাকথিত জনগণের ভোট হিসেব করা হতো, তাহলে জয় পাওয়া আমার জন্য আরও অনেক সহজ হতো। তখন আমাকে ১৫টি রাজ্যের বদলে মাত্র ৩-৪টি রাজ্যে প্রচারণা চালালেই চলতো।”
গ্রিন পার্টির প্রার্থীর উদ্যোগে উইসকনসিনে যে ভোট পুনর্গণনার উদ্যোগ নেয়া হয়েছে, তাতে পরাজিত ডেমোক্রেটিক দলের প্রার্থী হিলারি ক্লিনটনের শিবির সমর্থন দেয়ার পরই ট্রাম্প এই বক্তব্য দেন।
এই সংক্রান্ত আরো সংবাদ

তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
ইরান-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। এমন পরিস্থিতিতেবিস্তারিত পড়ুন

সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
সোমবার রাত থেকেই দফায় দফায় কয়েক পশলা বৃষ্টি হয়েছে ঢাকায়।বিস্তারিত পড়ুন

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন