ট্রাম্পের জয়ে রাশিয়ায় উল্লাস!
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প জয়ী হওয়ায় রাশিয়া উচ্ছসিত। তাঁর জয়ের খবরে উল্লাস দেখা গেছে দেশটির পার্লামেন্ট দুমাতেও।
দুমার বিদেশি সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য ভিয়েচেশ্লাভ নিকোনোভ পার্লামেন্ট চলাকালে ডোনাল্ড ট্রাম্পের বিজয়ের খবর জানান। এ সময় সবাই উল্লাসে ফেটে পড়েন। পার্লামেন্ট সদস্যরা করতালির মাধ্যমে ট্রাম্পকে অভিনন্দন জানান।
রাশিয়ার সরকারি সংবাদ সংস্থা রিয়া নোভোস্তি এবং রাশিয়ান ওয়েবসাইট ইন্টারফেক্স জানায়, ‘নিকোনোভ পার্লামেন্টকে বলেন, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হিলারি ক্লিনটন তিন মিনিট পূর্বে তাঁর পরাজয় স্বীকার করেছেন। এ ছাড়া কয়েক সেকেন্ড আগে ট্রাম্প তাঁর কণ্ঠে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার খবর ঘোষণা করেছেন। আমি সবার পক্ষ থেকে তাঁকে অভিনন্দন জানাই।’
এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এক টেলিগ্রাফ বার্তায় তাঁর এই সাফল্যের জন্য ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন। পুতিনের আশা, দুই দেশের সম্পর্কের উন্নতিতে ট্রাম্পের সঙ্গে কাজ করতে পারবেন তিনি।
ক্রেমলেনর বিবৃতিতে আরো বলা হয়, যুক্তরাষ্ট্র-রাশিয়ার নেতিবাচক সম্পর্ককে পাল্টাতে কাজ করবেন পুতিন ও ট্রাম্প। তাঁরা দুই দেশের মধ্যে গঠনমূলক সংলাপ আয়োজনে কাজ করবেন।
রাশিয়ার পার্লামেন্ট ডুমায় দেশের রাজনৈতিক নেতারা মার্কিন নির্বাচনের ফলাফল পর্যবেক্ষণ করেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন
মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন
ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর তান্ডবে প্রাণ গেছে আরও ৩৮বিস্তারিত পড়ুন