ট্রেনের ছাদে বসা ২ যাত্রী নিহত, ওভারব্রিজের সঙ্গে ধাক্কা
নওগাঁর রানীনগর উপজেলায় ওভারব্রিজের সঙ্গে ধাক্কা খেয়ে নীল সাগর এক্সপ্রেস ট্রেনের ছাদে থাকা দুই যাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো একজন আহত হয়েছে। আজ রোববার সকালে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার আবদুল ওয়াহেদের ছেলে দেলোয়ার হোসেন (৩৫) ও জয়পুরহাটের আজিদপুর গ্রামের বদির উদ্দিনের ছেলে সাজু মিয়া (২৫)। আহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
সান্তাহার জিআরপি থানার উপপরিদর্শক (এসআই) আসাদুল হক জানান, দেলোয়ার হোসেন ও তাঁর স্ত্রী ঢাকায় পোশাক তৈরি কারখানায় চাকরি করেন। ঈদের ছুটিতে দেলোয়ার দেওয়ানগঞ্জ থেকে কয়েক দিন আগে স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়ি দিনাজপুরের বিরামপুর উপজেলায় যান। ছুটি শেষে গতকাল শনিবার দিবাগত রাত ২টার দিকে বিরামপুর রেলওয়ে স্টেশন থেকে নীল সাগর এক্সপ্রেসের ছাদে বসে তাঁরা ঢাকায় ফিরছিলেন। একই ট্রেনের ছাদে সাজু মিয়াও যাচ্ছিলেন।
আজ ভোরে নওগাঁর রানীনগর রেল স্টেশনের ওভারব্রিজের সঙ্গে ধাক্কা লেগে ট্রেনের ছাদের ওপর মারা যান দেলোয়ার হোসেন। এ সময় সাজু মিয়া ও অন্য আরেক ব্যক্তি আহত হন। সকাল ৭টায় ট্রেন আত্রাই রেল স্টেশনে থামলে হতাহতদের নামানো হয়। আহতদের মধ্যে সাজু মিয়াকে নাটোরের একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এই সংক্রান্ত আরো সংবাদ
বগুড়ার ৩টি উপজেলায় নির্বাচন; ১৫৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ
রাত পোহালেই বগুড়ার তিন উপজেলা সারিয়াকান্দি, সোনাতলা ও গাবতলীতে ৬ষ্ঠবিস্তারিত পড়ুন
বিএনপি নেতাকর্মীরা বগুড়ায় আ.লীগ নেতার নির্বাচনী প্রচারণায়
বর্তমানে চলছে উপজেলা নির্বাচন। জাতীয় নির্বাচনের মত এই উপজেলা বির্নাচনেওবিস্তারিত পড়ুন
পদ্মায় গোসলে নেমে একসঙ্গে নিখোঁজ ৩ কিশোরের মরদেহ উদ্ধার
রাজশাহীতে পদ্মায় গোসল করতে নেমে নিখোঁজ তিন কিশোরের মরদেহ উদ্ধার করছে ফায়ারবিস্তারিত পড়ুন