ট্রেন দুর্ঘটনায় আহতদের দেওয়া হচ্ছে নিষিদ্ধ নোট

ভারতের উত্তরপ্রদেশ রাজ্যে ট্রেন লাইনচ্যুতির ঘটনায় আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের অনেককেই নিষিদ্ধ ৫০০ টাকার নোট দেওয়া হচ্ছে বলে জানা গেছে।
গতকাল রোববার রাজ্যের পুখরায়ানে যাত্রাবাহী ট্রেনটি লাইনচ্যুত হয়। এতে এ পর্যন্ত ১২৭ জন নিহত হয়েছেন। এ ছাড়া দুই শতাধিক আহত হয়েছেন।
কানপুর জোনের কমিশনার ইফতিখারউদ্দিন বলেন, নিষিদ্ধ নোট দিয়ে যাওয়ার ঘটনাটি তদন্ত করবেন মাতি হাসপাতালের মুখ্য চিকিৎসা কর্মকর্তা। সেখানেই আহতদের চিকিৎসা চলছে।
আহতদের মধ্যে আশা মিশ্র ও অনীলকে পাঁচ হাজার রুপি দিয়েছে অজ্ঞাতপরিচয় লোকজন। দুজনকেই নিষিদ্ধ ৫০০ রুপির নোট দিয়েছে তারা।
আহত একজনের আত্মীয় দাবি করেন, যে লোকটি এই অর্থ তাদের হাতে দিয়ে যান, তিনি রেলওয়ে কর্তৃপক্ষের কথা বলেছিলেন। তবে রেল কর্তৃপক্ষের কাছ থেকে এ ধরনের কিছু জানা যায়নি।
এ ব্যাপারে বিজেপি নেতা আর পি সিং বলে, ‘আমরা আসলেই জানি না, এই অর্থ কে বিতরণ করেছে। রাজনৈতিক দলের কেউ নাকি রেলওয়ের কোনো কর্মচারী রুপির নোট দিয়েছে, জানি না। আমি সঙ্গে সঙ্গে রেলমন্ত্রী সুরেশ প্রভুকে টুইট করে বিষয়টি জানাই এবং তিনি ব্যাপারটি দেখবেন বলে জানিয়েছেন।’
ঘটনাটি অত্যন্ত দুঃখজনক উল্লেখ আর পি সিং বলেন, ‘রেলওয়ে যদি এটা করে থাকে, সেটা দুঃখজনক আর কোনো রাজনৈতিক দলের নেতা এটা করলে সেটা আরো হতাশাজনক। কারণ, আপনি কাঁটা ঘায়ে নুনের ছিটা দিতে পারেন না।’
এই সংক্রান্ত আরো সংবাদ

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দাবি ছিল, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পবিস্তারিত পড়ুন

ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন

মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন