টয়লেট দিয়ে পালালো সাজাপ্রাপ্ত কয়েদি, দুই কারারক্ষী বরখাস্ত

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মো. সোহেল (৪২) নামের এক সাজাপ্রাপ্ত কয়েদী পালিয়েছে। কর্তব্য গাফেলতির অভিযোগে দুই কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
হাসপাতালে কারারক্ষী জাকারিয়া আলম জানান, ঢাকা কেন্দ্রীয় কারাগারে মাদক মামলার সাজাপ্রাপ্ত কয়েদি মো. সোহেল (৪২) পেট ব্যথা ও মুখ দিয়ে রক্ত বের হওয়ার সমস্যায় ভুগছিল। তাকে চিকিৎসা করানোর জন্য সোমবার বিকেলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ২১৭ নম্বর সার্জারি ওয়ার্ডে ভর্তি করানো হয়। চিকিৎসা শেষে আজ (মঙ্গলবার) দুপুরে তাকে হাসপাতাল থেকে রিলিজ দেয়া হয়।
দুপুর আড়াইটার দিকে কারাগারে নেয়ার জন্য তাকে হাসপাতাল থেকে নিয়ে যাচ্ছিলেন দুই কারারক্ষী। বর্হিবিভাগের গেট দিয়ে বের হওয়ার সময় আসামি সোহেল কারারক্ষী আজিজুল হাকিম (ব্যাচ নং-১২৫৯১) ও নজরুল মানিককে (ব্যাচ নং-১২৯৭২) জানায় তার প্রাকৃতিক ডাকে সাড়া দিতে হবে। তার কথা বিশ্বাস করে কারারক্ষীরা তাকে হাসপাতালের পাশের একটি টয়লেটে যাওয়ার অনুমতি দেন।
কিন্তু টয়লেটে যাওয়ার আধঘন্টা পার হলেও সোহেল আর দরজা খুলছিল না। ভেতর থেকে সাড়া না পেয়ে এক পর্যায়ে তারা দরজা ভেঙে দেখতে পান সোহেল ভেতরে নেই। টয়লেটের পেছনের জানালার বেলকনির দিয়ে পালিয়েছে। এরপরই শুরু হয় হৈ চৈ। খবর পেয়ে হাসপাতালে ছুটে যান ঢাকা বিভাগের ডিআইজি প্রিজন তৌহিদুল ইসলাম ও ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার জাহাঙ্গীর করির।
এসময় কারা কর্তৃপক্ষ দায়িত্বে অবহেলার অভিযোগে কারারক্ষী আজিজুল ও নজরুলকে সাময়িকভাবে বরখাস্তের নির্দেশ দেন। কয়েদি সোহেলের পিতার নাম আনোয়ার হোসেন। কেরানীগঞ্জের আটি এলাকার বাসিন্দা। মাদকের একটি মামলায় সোহেলের দুই বছরের সাজা হয়েছিল বলে জানান ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার জাহাঙ্গীর কবির।
এই সংক্রান্ত আরো সংবাদ

ধানমন্ডি ৩২-এ প্রদীপ প্রজ্বলন, অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলা
আমাদের কন্ঠস্বর: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সব ধরনের হত্যারবিস্তারিত পড়ুন

ঢাকায় এক দিনে ৪ জনকে পিটিয়ে হত্যা
রাজধানী ঢাকায় এক দিনে চারজনকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।বিস্তারিত পড়ুন

রাজধানীতে আনসার ব্যাটালিয়ন মোতায়েন
ঢাকা মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষায় ১৬ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েনবিস্তারিত পড়ুন