ঠাকুরগাঁও বিমানবন্দর চালু শিগগির

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, ‘বর্তমান সরকার দেশের অব্যবহৃত বিমানবন্দর চালুর পরিকল্পনা করছে। সেই প্রেক্ষিতে আমি দেশের বিভিন্ন বিমানবন্দর পরিদর্শন করছি। শিগগিরই ঠাকুরগাঁও বিমানবন্দর চালু হবে। এ বিমানবন্দর চালু হলে উত্তরাঞ্চলের ব্যবসা বাণিজ্য, মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন হবে। আগামী ৩ মাসের মধ্যে বিমানবন্দর পরিদর্শনের রির্পোট পেশ করা হবে।’ এক বছরের মধ্যে পূর্ণাঙ্গ বিমানবন্দর চালু করার আশা প্রকাশ করেন তিনি।
বুধবার সকালে ঠাকুরগাঁওয়ের শীবগঞ্জ এলাকায় বিমানবন্দর পরিদর্শন শেষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
বিমানমন্ত্রী বলেন, এ সরকার উন্নয়নের সরকার। দেশকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যোগাযোগ মাধ্যমকে আরো উন্নত করতে হবে। আপনাদের এলাকার সংসদ সদস্যদের আগ্রহ ও চেষ্টার কারণে আপনাদের এলাকার বিমানবন্দর দ্রুত চালু করা হবে।
তিনি আরো বলেন, ‘আমি দায়িত্ব নেওয়ার পরে সব বিমানবন্দর নিয়ে কাজ শুরু করেছি। সৈয়দপুর বিমানবন্দরকে আঞ্চলিক বিমানবন্দর করার অনুমতি দিয়েছেন প্রধানমন্ত্রী। পঞ্চগড় স্থলবন্দর চালু হলে এ এলাকায় বিমান লাভবান হবে বলে আমি আশা করছি। আপনাদের এলাকায় অনেক পর্যটন কেন্দ্র আছে। তাই এ এলাকায় যে বিমানবন্দর আছে তা দ্রুত মেরামত করে চালু করার ব্যবস্থা করব।’
আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন, ৩ আসনের সংসদ সদস্য ইয়াসিন আলী, জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস, পুলিশ সুপার ফরহাত আহম্মেদ প্রমুখ।
এই সংক্রান্ত আরো সংবাদ

দেশের কয়েকটি অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কতা
দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টিবিস্তারিত পড়ুন

শিবির সভাপতি: অন্তর্বর্তী সরকার জুলাই বিপ্লবকে ধারণ করতে পারেনি
ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, “অন্তর্বর্তী সরকার পুরোপুরি ব্যর্থবিস্তারিত পড়ুন

মহাকাশে কতগুলো স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছে, শীর্ষে কোন দেশ?
এখন পর্যন্ত পৃথিবীর কক্ষপথে মোট ৩০ হাজারের বেশি স্যাটেলাইট উৎক্ষেপণবিস্তারিত পড়ুন