ডাবল সেঞ্চুরির পথে লিটন

শনিবার মাঠে গড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট লিগের ( বিসিএল) প্রথম পর্বের খেলা। প্রথম দিনের পর দ্বিতীয় দিনে এসেই শতকের দেখা পেয়েছেন দুই টাইগার ব্যাটসম্যান।
রোববার সেন্ট্রাল জোনের বিপক্ষে সেঞ্চুরি হাঁকিয়েছেন জাতীয় দলের বাইরে থাকা ব্যাটসম্যান লিটন দাস। শনিবার প্রথম দিন শেষে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে ৬০ রানে অপরাজিত ছিলেন তিনি।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২১ চার ও ৪ ছয়ের সাহায্যে ১৭২ রানে অপরাজিত আছেন তিনি। অন্যদিকে দিনের অপর খেলায় ছক্কা নাইম খ্যাত নাইম ইসলামও ব্যাট হাতে শতক হাঁকিয়েছেন।
জাতীয় দলের বাইরে ছিটকে যাওয়া এই ব্যাটসম্যান রোববার নর্থ জোনের হয়ে সাউথ জোনের বিপক্ষে শতক পূর্ণ করেছেন।
এই রিপোর্ট লেখা পর্যন্ত ৩২৫ বলে ১১১ রানে ব্যাট করছেন তিনি। ইনিংসটিতে আছে ৯টি চারের মার।
নাঈমের শতকের দিনে শক্ত অবস্থানে আছে নর্থ জোন। এই রিপোর্ট লেখা পর্যন্ত ৫ উইকেট হারিয়ে ৩৩৫ রান তুলেছে দলটি।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন