ডাবল সেঞ্চুরির পথে লিটন
শনিবার মাঠে গড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট লিগের ( বিসিএল) প্রথম পর্বের খেলা। প্রথম দিনের পর দ্বিতীয় দিনে এসেই শতকের দেখা পেয়েছেন দুই টাইগার ব্যাটসম্যান।
রোববার সেন্ট্রাল জোনের বিপক্ষে সেঞ্চুরি হাঁকিয়েছেন জাতীয় দলের বাইরে থাকা ব্যাটসম্যান লিটন দাস। শনিবার প্রথম দিন শেষে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে ৬০ রানে অপরাজিত ছিলেন তিনি।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২১ চার ও ৪ ছয়ের সাহায্যে ১৭২ রানে অপরাজিত আছেন তিনি। অন্যদিকে দিনের অপর খেলায় ছক্কা নাইম খ্যাত নাইম ইসলামও ব্যাট হাতে শতক হাঁকিয়েছেন।
জাতীয় দলের বাইরে ছিটকে যাওয়া এই ব্যাটসম্যান রোববার নর্থ জোনের হয়ে সাউথ জোনের বিপক্ষে শতক পূর্ণ করেছেন।
এই রিপোর্ট লেখা পর্যন্ত ৩২৫ বলে ১১১ রানে ব্যাট করছেন তিনি। ইনিংসটিতে আছে ৯টি চারের মার।
নাঈমের শতকের দিনে শক্ত অবস্থানে আছে নর্থ জোন। এই রিপোর্ট লেখা পর্যন্ত ৫ উইকেট হারিয়ে ৩৩৫ রান তুলেছে দলটি।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন