বৃহস্পতিবার, মে ২, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

সাংবাদিকের প্রশ্ন ছিঁড়ে অর্থমন্ত্রী বললেন ‘রাবিশ’

জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বাজেট বিষয়ক এক কর্মশালা। বক্তব্য দিচ্ছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। চিরকুটের মাধ্যমে তার কাছে প্রশ্ন করেন এক সাংবাদিক। আর এই প্রশ্ন দেখে রেগে যান অর্থমন্ত্রী। ছিড়ে ফেলেন চিরকুটটি। বলেন, ‘আপনারা রাবিশের মতো কথা বলেন কেন। আপনাদের কি কমনসেন্স নেই কখন কী প্রশ্ন করতে হয়?’।

রবিবার রাজধানীর একটি হোটেলে এই ঘটনা ঘটে। ইনক্লুসিভ বাজেটিং অ্যান্ড ফাইন্যান্সিং ফর ক্লাইমেট রেসিলেন্স শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন অর্থমন্ত্রী। এক পর্যায়ে চা বিরতিতে যায় কর্মশালা। তখন প্রশ্নোত্তর পর্ব চলছিল। এ সময় একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের এক সাংবাদিক চিরকুট পাঠান অর্থমন্ত্রীর কাছে। এতে লিখা ছিল, ‘বাংলাদেশের জলবায়ু সংক্রান্ত প্রকল্পের খরচের গুণগত মান খারাপ। এই ব্যাপারে সরকারের অবস্থান কী’।

এই চিরকুট দেখে ক্ষেপে যান অর্থমন্ত্রী। এক পর্যায়ে ছিড়ে ফেলেন সেটি। বলেন, ‘আপনাদের কি কমনসেন্স নাই, কখন কী প্রশ্ন করতে হয়?’। পরক্ষণেই অবশ্য মন্ত্রী দুঃখ প্রকাশ করে বলেন, ‘স্যরি’। এরপর মন্ত্রী বেরিয়ে যান কর্মশালা থেকে।

এর আগে কর্মশালায় দেয়া বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, ‘দেশের জলবায়ু পরিবর্তনে আন্তর্জাতিক মহল থেকে তুলনামূলকভাবে কম সহযোগিতা পাওয়া যাচ্ছে। বাংলাদেশের জন্য যে সহযোগিতা প্রয়োজন তা আন্তর্জাতিক মহল দিচ্ছে না। জাতিসংঘের বড় বড় দেশগুলোর মধ্যে বিরোধের কারণে তাদের থেকে সহযোগিতা পাওয়া সম্ভব হচ্ছে না। এর ফলে বাংলাদেশের জলবায়ু হুমকিতে পড়েছে।’

মন্ত্রী বলেন, ‘জলবায়ু পরিবর্তন দেশকে রক্ষা পেতে হলে পাশের দেশগুলোকে সবুজায়ন ও সোলার প্যানেলের উপর গুরুত্ব দিতে হবে। তবে বাংলাদেশ জলবায়ু পরিবর্তন রক্ষার্থে অনেক উন্নয়ন সাধন করেছে। পুরো বিশ্ব জলবায়ু পরিবর্তনের উপর আওয়াজ তুলছে। বাংলাদেশকে এই সুযোগ ধরতে হবে।’

কর্মশালায় ছিলেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মোস্তফা কামালও। তিনি বলেন, ‘বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের থেকে রক্ষা পেতে দীর্ঘ পরিকল্পনা হাতে নিয়েছে। আগে বাংলাদেশে দুর্যোগ হলে ফান্ডের জন্য অপেক্ষা করতে হত। দেশে সার্বিক উন্নয়নের ফলে এখন আর অন্য দেশের কাছে হাত পাততে হয় না। আমাদের এসডিজি লক্ষ্যমাত্রা ঠিক রাখতে হলে প্রথমে দেশের সার্বিক দুর্যোগ মোকাবেলাকে গুরুত্ব দিতে হবে।’

মন্ত্রী জানান, রাশিয়া, ফ্রান্স ও চীন ২০০৯ থেকে ২০১৬ পর্যন্ত ৬২ শতাংশ পুন:উৎপাদনকৃত জ্বালানির দাম কমিয়েছে। তবে আমাদের দেশের জাতীয় সম্পদের সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে অনেক ক্ষেত্রে জলবায়ু পরিবর্তন ঠেকানো সম্ভব।

কর্মশালায় আরও উপস্থিত ছিলেন ইউএন আবাসিক সমন্বয়ক রবার্ট ডি ওয়াটকিনস, ডিএফআইডি বাংলাদেশের দলনেতা আলেকজান্দ্রা ম্যাক্লিন প্রমুখ।

এই সংক্রান্ত আরো সংবাদ

সব পন্থি সরকারের হাত থেকে মুক্তি চায়: ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শুধু ডান আরবিস্তারিত পড়ুন

মে দিবস হচ্ছে শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে শপথের দিন : জিএম কাদের

মহান মে দিবস। জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় নেতাবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রী থাইল্যান্ড সফর শেষে দেশে ফিরলেন 

থাইল্যান্ডে ছয় দিনের সরকারি সফর শেষে আজ দেশে ফিরেছেন প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন

  • হেফাজত নেতা মামুনুল হক মুক্তি পেতে যাচ্ছেন
  • খালেদা-তারেককে বাদ রেখে সিদ্ধান্ত নেওয়া যায় কিনা ভাবছে বিএনপি
  • থাইল্যান্ডে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
  • জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে মাহবুবকে অব্যাহতি
  • খালেদা জিয়া ডাল-ভাত খাওয়াতেও ব্যর্থ হয়েছিলেন : প্রধানমন্ত্রী
  • শ্রমিক অধিকার নিয়ে নালিশের নিষ্পত্তি নভেম্বরে: আইনমন্ত্রী 
  • বিএনপির কেন্দ্রীয় ৩ নেতার পদোন্নতি
  • বিএনপি মানে খাইখাই, আ.লীগ মানেই দেই-দেই: প্রধানমন্ত্রী
  • ক্ষমা চেয়ে নিচ্ছি, তাড়াহুড়োয় ভুল হয়ে গেছে: বাণিজ্য প্রতিমন্ত্রী
  • হাসপাতাল থেকে বাসায় ফিরলেন খালেদা জিয়া
  • গুরুতর আহত মমতা, হাসপাতালে ভর্তি
  • সুপ্রিম কোর্টে মারামারি ঘটনায় ৩ সহকারী অ্যাটর্নি জেনারেল বরখাস্ত