ডাবল সেঞ্চুরির রেকর্ড ১৬ বছরেই !

অনন্য নজির গড়লেন মুম্বাইয়ের ১৬ বছরের কিশোরী৷ সৌরাষ্ট্রের বিরুদ্ধে অনূর্ধ্ব-১৯ ওয়ানডে টুর্নামেন্টে ১৬৩ বলে ২০২ রানের দুরন্ত ইনিংস খেলে ডানহাতি ব্যাটসওম্যান জেমাইমা রড্রিগেজ৷ ২৭ ওভারের বেশী সময় ক্রিজে থেকে ঝোড়ো দ্বিশতক হাঁকানোর সুবাদে শিরোনামে উঠে এল এই কিশোরী ক্রিকেটার৷
জেমাইমার দ্বিশতকের ইনিংসে ভর করে সৌরাষ্ট্রের বিরুদ্ধে নির্দিষ্ট ৫০ ওভারের শেষে দুই উইকেট হারিয়ে ৩৪৭ রান তোলে মুম্বাই৷ মাত্র ১৩ বছর বয়সেই অনূর্ধ্ব-১৯ মুম্বাই দলে জায়গা করে নেয় এই বিস্ময় কিশোরী৷
এরপর ব্যাট হাতে একাধিকবার নজর কেড়েছেন জেমাইমা৷ চলতি টুর্নামেন্টে ইতিমধ্যেই দুটি শতরান হাঁকিয়ে ফেলেছে এই জুনিয়র ক্রিকেটার৷ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট লিগে মুম্বাই ক্রিকেটারের গড়ও নজর কাড়তে বাধ্য৷ ইতিমধ্যেই জেমাইমার ব্যাটিং গড় ৩০০৷
চার বছর বয়সে ক্রিকেটে হাতেখড়ি জেমাইমার৷ ছোটবেলার বোলার হিসেবে আত্মপ্রকাশ করলেও পড়ে ডানহাতি ব্যাটসম্যান হিসেবে উঠে আসে এই খুদে ক্রিকেটার৷ ইতিমধ্যেই ওপেনিং স্লটে নেমে দলের হাল ধরতে সক্ষম উঠতি ক্রিকেটার৷ ক্রিকেট ছাড়াও হকিতে আগ্রহ রয়েছে জেমাইমার৷ অনূর্ধ্ব-১৭ মুম্বাই দলে খেলেছেন এই খোলোয়াড়৷
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন