ডিএনএ প্রযুক্তি ব্যবহারে এগিয়ে যাচ্ছে দেশ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন, ‘জ্ঞান-বিজ্ঞানের অগ্রযাত্রায় ডিএনএ আবিষ্কার হচ্ছে একটি মাইলফলক। ডিএনএ প্রযুক্তি ব্যবহার করে সমাজ, দেশ ও জাতি উন্নতি, সমৃদ্ধি এবং শান্তির দিকে এগিয়ে যাচ্ছে। রোগ-ব্যাধি প্রশমনে ও অপরাধ সনাক্তকরণে ডিএনএ’র গুরুত্ব অপরিসীম।’
সোমবার (২৫ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত ডিএনএ দিবসের কর্মসূচিতে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয় জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল উদ্বোধনী অনুষ্ঠান, সেমিনার, পোস্টার ও ভিডিও প্রদর্শনী।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রেজাউল করিম হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আরেফিন সিদ্দিক বলেন, ‘যারা এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এবং যারা এ ঘটনার নেপথ্যে সক্রিয়, তারা অমানুষ এবং তাদের মধ্যে কোনো মানবিক ও মনুষ্যত্বের শিক্ষা নেই।’ কেউ যেন অপরাধ সংঘটিত করতে না পারে সেজন্য অপরাধ সংঘটনের পূর্বে তার মানসিক সমস্যা চিহ্নিত ও নিরাময় করার ব্যাপারে ডিএনএ প্রযুক্তি প্রয়োগের ওপর গুরুত্বারোপ করেন উপাচার্য।
জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শরীফ আখতারুজ্জামানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে ‘ইমপেক্ট অব ডিএনএ টেকনোলজি ইন দ্যা ফিল্ড অব ডায়াগনিস্টিক অ্যান্ড বায়োমেডিকেল সায়েন্স ইন বাংলাদেশ’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইসিডিডিআরবি’র ভ্যাকসিন সায়েন্স সেন্টারের পরিচালক ড. ফেরদৌসি কাদরী। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এম ইমদাদুল হক, জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. মো. আফতাব উদ্দিন প্রমুখ।
এই সংক্রান্ত আরো সংবাদ
এইচএসসির ফল প্রকাশ মঙ্গলবার, জানা যাবে যেভাবে
মঙ্গলবার (১৫ অক্টোবর) এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করাবিস্তারিত পড়ুন
বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, বিক্ষোভকারীদের অধিকার সমুন্নতবিস্তারিত পড়ুন
ঢাবি বন্ধের সিদ্ধান্তে শিক্ষার্থীদের হল ত্যাগে ধন্যবাদ জানিয়েছে কর্তৃপক্ষ
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী হল ছেড়ে যাওয়ায় শিক্ষার্থীদেরবিস্তারিত পড়ুন