শনিবার, নভেম্বর ২৩, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ডিএনএ রিপোর্ট পেলেই দ্বিতীয় ময়নাতদন্ত প্রতিবেদন

সোহাগী জাহান তনু হত্যার তদন্তে থাকা সিআইডির কাছ থেকে ডিএনএ রিপোর্ট পাওয়ার পর তিন কার্যদিবসের মধ্যে দ্বিতীয় ময়নাতদন্ত প্রতিবেদন দাখিল করা হবে।

গতকাল সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন দ্বিতীয় ময়নাতদন্তকারী মেডিক্যাল বোর্ডের প্রধান ও কুমিল্লা মেডিক্যাল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান ডা. কামদা প্রসাদ সাহা।

তিনি বলেন, ‘আদালতের নির্দেশে সিআইডি ডিএনএ নমুনা সংগ্রহ করেছে। আমরা ডিএনএর ওই রিপোর্ট চেয়ে সিআইডির কাছে চিঠি দিয়েছি। ডিএনএ রিপোর্ট পেলে তিন সদস্যের বোর্ড বসে দ্বিতীয় ময়নাতদন্ত প্রতিবেদন প্রস্তুত করব। এরপর সর্বোচ্চ তিন কার্যদিবসের মধ্যে দ্বিতীয় ময়নাতদন্ত প্রতিবেদন তদন্তকারী সংস্থা সিআইডির কাছে দাখিল করব।’

আদালতের নির্দেশে গত ৩০ মার্চ ডিএনএ নমুনা সংগ্রহের জন্য কবর থেকে তনুর লাশ উত্তোলন করে পুনরায় সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হয় এবং কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে দ্বিতীয় ময়নাতদন্ত করা হয়। ডিএনএ রিপোর্টের জন্য কিছু নমুনা সিআইডির ঢাকার ফরেনসিক বিভাগে পাঠানো হয়।

গত সোমবার সিআইডির বিশেষ পুলিশ সুপার ড. নাজমুল করিম খান ডিএনএ রিপোর্ট নিয়ে মুখ খোলেন। তিনি বলেন, ডিএনএ রিপোর্টে চারজনের প্রোফাইল পাওয়া গেছে। এর মধ্যে একটি তনুর এবং অপর তিনটি পৃথক তিন ব্যক্তির। ডিএনএ পরীক্ষায় তিনজন পুরুষের বীর্য পাওয়া গেছে। ডিএনএ রিপোর্ট সিআইডি পেলেও দ্বিতীয় দফায় ময়নাতদন্তের ৫০ দিন পেরিয়ে গেলেও প্রতিবেদন দাখিল করতে পারেনি মেডিক্যাল বোর্ড।

ডিএনএ রিপোর্টে প্রাপ্ত তিন ব্যক্তির প্রোফাইল ম্যাচিংয়ে কাজ করে যাচ্ছে সিআইডি। সূত্র জানান, তনুর ডিএনএ থেকে প্রাপ্ত তিন ব্যক্তির প্রোফাইল ম্যাচিং করতে শীর্ষ সন্দেহভাজনদের তালিকা ১০ দিনের মধ্যে আদালতের অনুমতির জন্য পাঠানো হবে।

গত ২০ মার্চ রাতে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী ও নাট্যকর্মী তনুর লাশ কুমিল্লা সেনানিবাস এলাকার একটি জঙ্গল থেকে উদ্ধার করা হয়। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির বিশেষ পুলিশ সুপার ড. নাজমুল করিম খান সাংবাদিকদের বলেন, ডিএনএ রিপোর্ট ইতিমধ্যে গণমাধ্যমে প্রকাশ হয়েছে।

এতে ময়নাতদন্ত প্রতিবেদন প্রদানে সমস্যা হওয়ার কথা নয়। এ ছাড়া রিপোর্টটি সরবরাহের জন্য মামলার তদন্ত কর্মকর্তাকে নির্দেশনা দেওয়া হয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে স্বাগতিক ওয়েস্টবিস্তারিত পড়ুন

রাস্তা আটকে যমুনা ফিউচার পার্কের ব্যবসায়ীদের বিক্ষোভ

যমুনা ফিউচার পার্কে মোবাইলের দোকানে চুরির প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভবিস্তারিত পড়ুন

যে ৫ দেশে যাওয়ার ব্যাপারে বাংলাদেশিদের জন্য সতর্কতা

থাইল্যান্ড, মিয়ানমার, লাওস, ভিয়েতনাম ও কম্বোডিয়ায় যাওয়ার ব্যাপারে বাংলাদেশি নাগরিকদেরবিস্তারিত পড়ুন

  • ধর্ম উপদেষ্টা: মসজিদে নববীর আদলে গড়ে তোলা হবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ
  • রাজশাহীতে মুক্তিযোদ্ধার ভাস্কর্য ভাঙারির দোকানে
  • ২ ডিসেম্বর থেকে ঢাকা-যশোর-বেনাপোল রুটে ট্রেন চলবে
  • ভরিতে এবার ১,৯৯৪ টাকা বাড়লো স্বর্ণের দাম
  • সংস্কার হলে পেট্রোল-ডিজেলের দাম কত কমানো সম্ভব জানালো সিপিডি
  • রাজশাহীতে সমন্বয়ককে হাতুড়ি দিয়ে পেটানোর অভিযোগ
  • ড. ইউনূস: খালেদা জিয়াকে আনতে পেরে আমরা গর্বিত
  • দেশের নতুন প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দীন
  • ঢাবি ক্যাম্পাসে প্রথমবারের মতো চালু হচ্ছে শাটল বাস সার্ভিস
  • পাকিস্তানে যাত্রীবাহী গাড়িতে বন্দুকধারীর গুলি, নিহত ৩৮
  • সায়েন্সল্যাব এলাকা থেকে সিটি কলেজ সরিয়ে নেওয়ার দাবি ঢাকা কলেজের
  • ড. ইউনূস: আমাদের শিক্ষাব্যবস্থা চাকরিপ্রার্থী তৈরি করে, এটি ত্রুটিপূর্ণ