ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স পরীক্ষার ফল প্রকাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১৪ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স (পুরাতন সিলেবাস) পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হয়েছে।
সারাদেশে ৬৮৩ কেন্দ্রে ১ হাজার ৬৭৮ কলেজের সর্বমোট ৩ লাখ ৬৯ হাজার ২৭৭ জন পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করে।
পরীক্ষার ফলাফলের পরিসংখ্যান হচ্ছে : প্রথম বর্ষে ৮ হাজার ৮৮২ পরীক্ষার্থী অংশ নিয়ে ৬ হাজার ৩২৪ জন উত্তীর্ণ হয়েছে, দ্বিতীয় বর্ষে ১ লাখ ৯০ হাজার ৯৮৯ অংশ নিয়ে ১ লাখ ৮১ হাজার ২৭২ জন উত্তীর্ণ, তৃতীয় বর্ষে (চূড়ান্ত) ১ লাখ ৬৯ হাজার ৭৪ জন অংশ নিয়ে ১ লাখ ২৪ হাজার ৫৩৬ জন এবং সার্টিফিকেট কোর্সে ৩৩২ জন অংশ নিয়ে ১২১ পাস করেছে।
এদিকে তৃতীয় বর্ষ (চূড়ান্ত) পরীক্ষা ফলাফলের পরিসংখ্যান হচ্ছে- বিএ পরীক্ষায় ৩৮ হাজার ৩৫০ জন, বিএসএস ৫৫ হাজার ৯৫৯ জন, বি.বি.এস ২৮ হাজার ৪৮ জন ও বি.এসসিতে ২ হাজার ১৭৯ জন পাস করেছে। গড় পাসের হার ৭৩ দশমিক ৬৬ শতাংশ।
পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন ও কলেজওয়ারী ফলাফল ওয়েবসাইট থেকে জানা যাবে। যে কোন মোবাইল থেকে এসএমএস করেও ফলাফল জানা যাবে।
এদিকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১৪ সালের ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স (পুরাতন সিলেবাস) পরীক্ষার প্রকাশিত ফলাফলে কোন প্রকার অসঙ্গতি বা ভুলত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধন, সংযোজন অথবা ফলাফল বাতিল করার ক্ষমতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে।
ফলাফল সম্পর্কে কোন পরীক্ষার্থী বা সংশ্লিষ্ট কারও কোন আপত্তি বা অভিযোগ থাকলে ফলাফল প্রকাশের এক মাসের মধ্যে পরীক্ষা নিয়ন্ত্রকের নিকট লিখিতভাবে বা ওয়েবসাইটের মাধ্যমে জানাতে হবে। এরপর আর কোন আপত্তি বা অভিযোগ গ্রহণযোগ্য হবে না।
এই সংক্রান্ত আরো সংবাদ

শেকৃবির ১২ শিক্ষককে সাময়িক বরখাস্ত
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) “আওয়ামীপন্থি” ১২ শিক্ষককে সাময়িক বরখাস্তের সিদ্ধান্তবিস্তারিত পড়ুন

২৭তম বিসিএসে বঞ্চিত ১,১৩৭ জনের চাকরি ফেরত দিতে সুপ্রিম কোর্টের নির্দেশ
১৭ বছর আগে ২৭তম বিসিএসে নিয়োগবঞ্চিত ১,১৩৭ জনের চাকরি ফেরতবিস্তারিত পড়ুন

এইচএসসির ফল প্রকাশ মঙ্গলবার, জানা যাবে যেভাবে
মঙ্গলবার (১৫ অক্টোবর) এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করাবিস্তারিত পড়ুন