ডিজিটালাইজেশনে আমরা বিশ্বের মডেল: জয়

প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি উপদেষ্টা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছেন, বিশ্বে আর কোনো দেশ নেই যারা এত অল্প সময়ে নিজেদের মেধা ও অর্থ ব্যবহার করে ডিজিটালাইজেশন করেছে। এখন জাতিসংঘ আমাদেরকে ডিজিটালাইজেশনের ক্ষেত্রে উদাহাণ হিসেবে ধরেছে। এত অল্প সময়ে কিভাবে আমরা সাফল্য অর্জন করলাম, অন্যান্য দেশে এবিষয়ে জানতে চাচ্ছে। আমরা এখন আইসিটিতে সারা বিশ্বের মডেল।
মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগ আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ‘আইসিটি ফর ডেভেলমেন্ট অ্যাওয়ার্ড’ প্রাপ্তির জন্য সজীব ওয়াজেদ জয়কে এই সংবর্ধনা দেয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে জয় বলেন, এ স্বীকৃতি বাংলাদেশের মানুষের ও আওয়ামী লীগ সরকারের।
সজীব ওয়াজেদ জয় বলেন, ‘দেশের তথ্য ও যোগাযোগপ্রযুক্তির উন্নয়ন হয়েছে। সেই সুফল দেশের ১৬ কোটি মানুষ ভোগ করছেন। তথ্যপ্রযুক্তি উন্নয়য়ে এ দেশের মানুষের ভূমিকা আছে।’
তিনি বলেন, ‘কারো সহযোগিতায় নয়, নিজেদের পরিকল্পনা, দক্ষতা ও নিজেদের অর্থায়নে অল্প সময়ের মধ্যে বাংলাদেশকে ডিজিটালাইজেশন করা হয়েছে। এই রেকর্ড বিশ্বে আর কোথাও নেই।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম প্রমুখ।
এই সংক্রান্ত আরো সংবাদ

৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন

নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন

যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরে একটি ক্যাথলিক স্কুলে জানালা দিয়েবিস্তারিত পড়ুন