শনিবার, নভেম্বর ২৩, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ডিমের ভেতর হীরা, কামড় দিয়েই অবাক নারী!

ডিমের ভেতর মিলল হীরা। কামড় দিয়েই অবাক হলেন সেই নারী! এবেলার এক প্রতিবেদনে এমন খবর জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, দিন কয়েক আগে ইংল্যান্ডের কাম্ব্রিয়ার বাসিন্দা ৩৯ বছর বয়সী স্যালি থম্পসন সকাল বেলা ব্রেকফাস্ট করতে বসেছিলেন। সামনে তার বিয়ে। প্রেমিক স্টিফেন ওয়ারউইকের সঙ্গে কিছুদিনের মধ্যে বিয়ে হবে তার। বিয়ের আগে তাই স্যালি চাচ্ছিলেন একটু ওজন কমাতে।

তাই রোজ সকালে হার্ড বয়েলড ডিম খাওয়া শুরু করেন। কিন্তু সেদিন ডিম সিদ্ধ করে খোসা ছাড়িয়ে একটা কামড় বসাতেই মুখে শক্ত মতো কী একটা যেন ঠেকল। স্যালি ভাবলেন, ডিমের খোসার টুকরো মুখে পড়েছে হয়তো। কিন্তু চিবোতে গিয়ে বুঝলেন, নাঃ, এ ডিমের খোসা হতেই পারে না। বরং তার চেয়ে ঢের শক্ত কোনোকিছু মুখে পড়েছে তার। মুখ থেকে সেই জিনিস বের করে হাতের তালুতে রাখতেই বিস্ময়ে হতবাক হলেন তিনি। কারণ তিনি দেখতে পান, তার হাতের তালুতে পড়ে রয়েছে একটি আস্ত হীরা।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে স্যালি জানিয়েছেন, সেই সময় ওই ডিম ছাড়া আর কিছুই মুখে দেননি তিনি। ওই হিরা নির্ঘাৎ ডিমের ভেতরেই ছিল। কিন্তু কীভাবে একটি মুরগির ডিমের ভেতরে হীরা আসতে পারে? সেই প্রশ্ন তেমন বিচলিত করছে না স্যালিকে।

তিনি জানাচ্ছেন, ‘আমার কিছু সংস্কার রয়েছে। আমার গায়ে কোনও পাখির পালক উড়ে এসে পড়লে আমি ধরে নিই যে, আমার ভালো হতে চলেছে। কিন্তু ডিমের ভেতর হীরা পাওয়ার অর্থ এখনও উদ্ধার করতে পারিনি। ’

একটি নামজাদা সুপারমার্কেট থেকে ৬টি ডিমের একটি প্যাকেট কিনেছিলেন স্যালি। তা থেকেই রোজ একটি একটি করে ডিম খাচ্ছিলেন। তার মধ্যেই একটিতে ছিল ওই পাথর। ওই ‘হীরার দাম যাচাই করার জন্য এক হীরা বিশেষজ্ঞের কাছেও গিয়েছিলেন স্যালি। তিনি অবশ্য পাথরটিকে পরীক্ষা করে বলেন, ওটি আসল হীরা নয়। বরং কিউবিক জিরকোনিয়া নামের একটি পাথর, যা আপাতদৃষ্টিতে হীরা বলেই মনে হয়। এটি হীরার চেয়ে অনেক কম মূল্যবান একটি পাথর।

কিন্তু কীভাবে ওই পাথর একটি মুরগির ডিমে আসতে পারে? মুর্গি ফার্মে কর্মরত কোলেট ফ্রান্সিস এ প্রশ্নের উত্তরে বলছেন, ‘অনেক সময় মুরগি তার খাবারের সঙ্গে ছোট ছোট পাথরের টুকরো খেয়ে ফলে। সেই পাথরের টুকরোই সম্ভবত মুরগির গর্ভে ডিম গড়ে ওঠবার সময়ে ডিমের ভেতরে চলে গিয়েছিল।’

এই সংক্রান্ত আরো সংবাদ

পৃথিবীর সব প্রাণী ধ্বংস হবে কবে, জানালেন বিজ্ঞানীরা

পৃথিবীতে কোনো প্রাণী বা প্রজাতিই স্থায়ী নয়। একদিন না একদিনবিস্তারিত পড়ুন

এটিএম থেকে টাকার পরিবর্তে কী বের হচ্ছে?

এটিএম বুথের মেশিন থেকে টাকাই তো বের হওয়ার কথা। কিন্তুবিস্তারিত পড়ুন

৩৩ বছরে ছুটি নিয়েছেন মাত্র একদিন

১৯৪০-এ ভিক্টোরিয়া হাসপাতালে নার্সিংয়ে হাতেখড়ি। দু’টি বিশ্বযুদ্ধ, ২৪ বার প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন

  • লজ্জায় লাল হয়ে যায় পাখিও
  • দুই হাতের হৃদয়রেখা মিলে গেলে কি হয় জানেন?
  • ৩২১ থেকে ওজন কমিয়ে ৮৫!
  • রং নম্বরে প্রেম, বাধা হয়ে দাঁড়ায়নি ঝলসে যাওয়া মুখ
  • পানিতে ভেসে উঠলো অলৌকিক হাত!
  • ১৫ বছরে একবার ফোটে ‘মৃত্যুর ফুল’
  • চা বিক্রেতা এখন ৩৯৯ কোটি টাকার মালিক
  • একটি মাছের বিষে মারা যেতে পারে ৩০ জন
  • মোবাইল কিনতে ছয় সপ্তাহের শিশুকে বিক্রি
  • পরকীয়ায় জড়াচ্ছে নারীরা প্রধান যে তিনটি কারণ নেপথ্যে
  • ২৪০০ কেজি খিচুড়ি রান্না হয় যেখানে দৈনিক !
  • পরীক্ষায় ফেল করলেই বিবাহ বিচ্ছেদ