ডিমের যত বিচিত্র ব্যবহার
আপনি এটি পোচ করতে পারেন, কাঁচামরিচ ও পেঁয়াজ দিয়ে ভাজতে পারেন, পুরো সেদ্ধ বা অর্ধসেদ্ধ করতে পারেন। যেভাবে ইচ্ছা সেভাবেই খাবারের জন্য তৈরি করতে পারেন ডিম। তবে খাওয়া ছাড়াও ডিম দিয়ে কিন্তু আরো কাজ করা যায়। আসুন জানি, কী সেগুলো।
ডিমের কিছু ভিন্ন ব্যবহারের কথা জানিয়েছে জীবনধারাবিষয়ক ওয়েবসাইট ফেমিনা।
মুখের মাস্ক
কাঁচা মধুর মধ্যে ডিমের কুসুম মেশান। মুখের মধ্যে এই মিশ্রণটি মাখুন এবং ১০ থেকে ১৫ মিনিট রেখে দিন। ডিমের মধ্যে থাকা লেসিথিন মধুর সঙ্গে মিশে ময়েশ্চারাইজারের কাজ করবে।
চুলের যত্নে
চুল মসৃণ ও শক্তিশালী করার জন্যও আপনি ডিম ব্যবহার করতে পারেন। ডিম ফেটে নিন। এর মধ্যে জলপাইয়ের তেল মেশান। এরপর চুলে মাখুন।
প্রাথমিক চিকিৎসা
ছোটখাটো কাটাছেঁড়ায় ডিমের খোসার পরের পাতলা সাদা অংশটি লাগাতে পারেন। ডিম সেদ্ধ করলে ডিমের খোসার পাতলা সাদা অংশটি পাওয়া যাবে। এটি রক্তঝরা কমাতে সাহায্য করে।
এ ছাড়া কোথাও থেঁতলে গেলে সেদ্ধ করা হালকা গরম ডিম দিয়ে ঘষতে পারেন। ডিমের তাপ রক্ত চলাচল বাড়াতে সাহায্য করবে।
এই সংক্রান্ত আরো সংবাদ
মানবদেহে আদার অনেক উপকার
আমাদের দিনে কয়েকবার রঙিন খাবার খাওয়া উচিত, কিন্তু আপনি কিবিস্তারিত পড়ুন
হোটেল ঘরে বিছানার চাদর সাদা হয় কেন ?
বেড়াতে গিয়ে হোটেলের ঘরে ঢুকে প্রথম যে বিষয়টি নজরে আসে,বিস্তারিত পড়ুন
ধনিয়া পাতার উপকারি গুণ
চিকিৎসকদের মতে, ধনে বা ধনিয়া একটি ভেষজ উদ্ভিদ যার অনেকবিস্তারিত পড়ুন