শুক্রবার, সেপ্টেম্বর ২০, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

ডি ককের মধ্যে গিলক্রিস্টের ছায়া

সর্বকালের সেরা উইকেটরক্ষক-ব্যাটসম্যানদের হিসাব কষতে বসলে নিশ্চিতভাবেই সবার শুরুতে মাথায় আসবে অ্যাডাম গিলক্রিস্টের নাম। অস্ট্রেলিয়ার সাবেক এই ক্রিকেটার উইকেটের পেছনে ছিলেন যেরকম দুর্দান্ত, ব্যাট হাতেও ছিলেন একই রকম বিধ্বংসী। ২০০৮ সালে গিলক্রিস্টের অবসরের পর সেভাবে নজর কাড়তে পারেননি আর কোনো উইকেটরক্ষক-ব্যাটসম্যান। তবে দক্ষিণ আফ্রিকার তরুণ ক্রিকেটার কুইন্টন ডি কককে দেখে অনেকেরই মনে পড়ে যাচ্ছে গিলক্রিস্টের কথা। ডি ককের মধ্যে গিলক্রিস্টের ছায়া দেখছেন রিকি পন্টিং, স্টিভ ওয়াহ, মাইকেল ভনদের মতো সাবেক অধিনায়করা।

১৯৯৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর উইকেটরক্ষক-ব্যাটসম্যানের সংজ্ঞা নতুন করেই লিখেছেন গিলক্রিস্ট। ক্যারিয়ারের শুরুর দিকে ওয়ানডেতে ছয় বা সাত নম্বরে ব্যাটিংয়ে নামলেও মারমুখী ব্যাটিংয়ের কারণে দ্রুতই উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে নিজের অবস্থান পাকাপোক্ত করে ফেলেন গিলক্রিস্ট। ২০০৮ সালে অবসরের আগপর্যন্ত ২৮৭টি ওয়ানডে খেলে করেছেন নয় হাজার ৬১৯ রান। টেস্টে অবশ্য গিলক্রিস্টকে ব্যাটিংয়ে দেখা যেত ছয় বা সাত নম্বরে। সেখানেও দারুণ সফল সাবেক এই অস্ট্রেলিয়ান ক্রিকেটার। ৯৬টি টেস্ট খেলে গিলক্রিস্ট করেছিলেন পাঁচ হাজার ৫৭০ রান।

গিলক্রিস্টের মতো একই রকম অবস্থানে এখন দেখা যাচ্ছে ডি কককে। টেস্টে ছয় বা সাত নম্বরে ব্যাট করতে নেমে ডি কক হয়ে উঠেছেন দক্ষিণ আফ্রিকার অন্যতম ব্যাটিং ভরসা। অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান প্রথম টেস্টে প্রথম ইনিংসে ৮৪ রানের পর দ্বিতীয় ইনিংসেও খেলেছেন ৬৪ রানের লড়াকু ইনিংস।

গিলক্রিস্টের মতো ওয়ানডেতেও ডি কককে দেখা যায় উদ্বোধনী ব্যাটসম্যানের ভূমিকায়। সেখানেও দারুণ সফল বাঁ-হাতি এই ব্যাটসম্যান। এখন পর্যন্ত ৬৯টি ওয়ানডে খেলে করে ফেলেছেন ২৮৫০ রান। ফলে ডি ককের মধ্যে অনেকেই যে গিলক্রিস্টের ছায়া দেখবেন, তাতে অবাক হওয়ার কিছু নেই।

অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং বলেছেন, ‘ডি কক সম্ভবত অ্যাডাম গিলক্রিস্টের কাছাকাছি মানের উইকেটরক্ষক-ব্যাটসম্যান, যা আমরা তাঁর অবসর গ্রহণের পর বুঝতে পারছি। সে যেকোনো বোলিং মোকাবিলা করতে পারে। ফ্রন্ট ফুট ও ব্যাক ফুটে একই রকম ভালো খেলে। কিন্তু সবচেয়ে আকর্ষণীয় হলো তাঁর স্ট্রাইক রেট।’ ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভনও গলা মিলিয়েছেন পন্টিংয়ের সঙ্গে। তিনি বলেছেন, ‘আমি মনে করি সে সত্যিই অ্যাডাম গিলক্রিস্টের মানের খেলোয়াড়। সে যেভাবে খেলে, স্বভাবতই যেভাবে এগিয়ে আসে এবং প্রতিপক্ষের বোলারের ওপর চাপ তৈরি করে তা একদম গিলক্রিস্টের মতোই।’

এই সংক্রান্ত আরো সংবাদ

খেলার মাঝেই সন্তানের সুসংবাদ, উইকেট পেয়ে উদযাপন শাহিন আফ্রিদির

রাওয়ালপিণ্ডিতে বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলতে ব্যস্ত পাকিস্তানি ফাস্ট বোলার শাহিনবিস্তারিত পড়ুন

বন্যার্তদের সহায়তায় এবি পার্টির কেন্দ্রীয় সমন্বয় সেল গঠন

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় দুর্গত মানুষের মাঝে মানবিক সহায়তা প্রদানের লক্ষ্যেবিস্তারিত পড়ুন

নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমে রাষ্ট্র সংস্কার করতে হবে: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমেবিস্তারিত পড়ুন

  • আদালত প্রাঙ্গণে সাবেক বিচারপতি মানিককে ডিম-জুতা নিক্ষেপ
  • রাওয়ালপিন্ডি টেস্ট: ৯৪ রানে এগিয়ে থেকে চতুর্থ দিন শেষ করল বাংলাদেশ
  • পুলিশের লুট হওয়া ১২৩৪টি অস্ত্র উদ্ধার
  • হাসপাতাল থেকে বাসায় পৌঁছলেন খালেদা জিয়া
  • বিএনপির শামা ওবায়েদ ও কৃষক দলের বাবুলের পদ স্থগিত
  • ইসির নিবন্ধন পেল এবি পার্টি, প্রতীক ঈগল
  • থানায় জিডি-মামলা নিতে দেরি করা যাবে না: পরিপত্র জারি
  • আন্দোলনে বিএনপির ১৯৮ কর্মী নিহত, জানালেন মহাসচিব
  • বিআরটিএ-তে সেবা নিতে গিয়ে যে অভিজ্ঞতা হলো অমিতাভ রেজার
  • চট্টগ্রামে হাসিনা-কাদেরসহ ১০৮ জনের বিরুদ্ধে মামলা
  • আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করাই প্রথম কাজ: স্বরাষ্ট্র উপদেষ্টা
  • ধানমন্ডিতে রাস্তায় পড়ে থাকা ল্যান্ড ক্রুজারটি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের