ঢাকার পুরোনো কারাগারে হবে সিনেমা হল
রাজধানীর নাজিমউদ্দিন রোডের ঢাকা কেন্দ্রীয় কারাগারের প্রত্নতাত্ত্বিক গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থাপনাগুলো সংরক্ষণ করে সেখানে বিনোদনের জন্য একটি পার্ক করা হবে। এছাড়াও কারা কর্মচারীদের কল্যাণে কনভেনশন সেন্টার, সিনেপ্লেক্স নির্মাণ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
সোমবার (২৫ এপ্রিল) বিকেলে দশম জাতীয় সংসদের দশম অধিবেশনে ঢাকা-৭ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য হাজি মো. সেলিমের এক প্রশ্নের জবাবে মন্ত্রী সংসদকে এ কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘নাজিমউদ্দিন রোড থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জে স্থানান্তর করা হয়েছে। সাবেক কেন্দ্রীয় কারাগারকে জাতির পিতা ও জাতীয় চার নেতা স্মৃতি জাদুঘর করে জনগণের জন্য উন্মুক্ত করা হবে।’
তিনি বলেন, ‘সাবেক কেন্দ্রীয় কারাগারে সুইমিংপুল, জিমনেসিয়াম, ফুডকোর্ট ও মাল্টি স্টোরিড কার পার্কিং ইত্যাদি বিনোদনমূলক গুরুত্বপূর্ণ স্থাপনা নির্মাণেরও পরিকল্পনা আছে। এসব সুবিধা সাধারণ জনগণ ভোগ করতে পারবে।’
এদিকে ঢাকা থেকে ৮ কিলোমিটার দূরে ঢাকা-মাওয়া সড়কের দক্ষিণে কেরানীগঞ্জে ৪ হাজার ৫৯০ বন্দি ধারণক্ষমতার নতুন কারাগার নির্মাণ করা হয়েছে ১৯৪ দশমিক ৪১ একর জমির উপর। ইতোমধ্যে উদ্বোধনও হয়ে গেছে। ফলে সোয়া ২শ বছর আগে স্থাপিত পুরান ঢাকার কারাগারটি ফাঁকা হচ্ছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
রাজধানীতে আনসার ব্যাটালিয়ন মোতায়েন
ঢাকা মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষায় ১৬ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েনবিস্তারিত পড়ুন
ঢাবি বন্ধের সিদ্ধান্তে শিক্ষার্থীদের হল ত্যাগে ধন্যবাদ জানিয়েছে কর্তৃপক্ষ
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী হল ছেড়ে যাওয়ায় শিক্ষার্থীদেরবিস্তারিত পড়ুন
রাজধানীতে কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষে সাংবাদিকসহ আহত ২৩
রাজধানীতে কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষে ছাত্রলীগ, শিক্ষার্থী, মহিলা আওয়ামী লীগবিস্তারিত পড়ুন