ঢাকায় আবদুর রহমান বিশ্বাসের তিন জানাজা
ঢাকায় সাবেক রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাসের তিনটি জানাজা অনুষ্ঠিত হয়েছে। দুপুর দুইটার দিকে নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে, পৌনে তিনটার দিকে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে এবং বাদ আসর গুলশান আজাদ মসজিদে জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে বরিশালে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
দুপুর দুইটার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সাবেক রাষ্ট্রপতির দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, মির্জা আব্বাস, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবীর খোকন, হাবিব উন নবী খান সোহেল, বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপুসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
এরপর বিকাল পৌনে তিনটার দিকে বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আবদুর রহমান বিশ্বাসের তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় আপিল বিভাগের বিচারপতি মীর্জা হুসেইন হায়দার, হাইকোর্ট বিভাগের বিচারপতিগণ, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, সরকারি আইন কর্মকর্তাগণ, সুপ্রিম কোর্ট বারের সভাপতি জয়নাল আবেদীন, সম্পাদক ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, বারের সাবেক সভাপতি মাহবুব হোসেন, ইউসুফ হোসেন হুমায়ুন, সাবেক সম্পাদক স ম রেজাউল করিম ও ব্যারিস্টার বদরুদ্দোজা বাদলসহ বিপুলসংখ্যক আইনজীবী অংশগ্রহণ করেন।
শুক্রবার রাত ৮টা ৪০ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আবদুর রহমান বিশ্বাস ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর। ১৯৯১ সালে আবদুর রহমান বিশ্বাস রাষ্ট্রপতি নির্বাচিত হন। ১৯৯৬ সালে রাষ্ট্রপতি হিসেবে তাঁর মেয়াদ শেষ হয়। রাজনীতির পাশাপাশি তিনি আইন পেশায়ও যুক্ত ছিলেন। তাঁকে রাজধানীর বনানী কবরস্থানে দাফন করার কথা রয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন
আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন
জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্ত এলাকা থেকেবিস্তারিত পড়ুন