ঢাকায় আবারো চলন্ত বাসে কিশোরীকে ধর্ষণ
রাজধানীর ওয়ারীতে চলন্তবাসে এক কিশোরীকে (১৫) ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।
মেডিকেল চেকআপের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) তাকে ভর্তি করা হয়েছে।
কিশোরী জানায়, তার বাড়ি গাজীপুরের জামতলা এলাকায়। সে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার সোহেল নামে এক ছেলের সঙ্গে প্রেম করতো।
সোহেল তাকে গাজীপুর থেকে ফরিদপুরের ভাঙ্গায় নিয়ে যায়। বিয়ে না করার পরও স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে তারা কিছুদিন ভাঙ্গা এলাকায় থাকে। এক পর্যায়ে বিষয়টি জানতে পেরে সোহেলের আত্মীয়রা এলাকা থেকে চলে যেতে বলে।
সোহেল গাজীপুর যাওয়ার নাম করে বাসে সদরঘাটে যায়। শনিবার রাত দেড়টার দিকে সদরঘাটে একটি লোকাল বাসে কিশোরীকে তুলে দিয়ে সোহেল কৌশলে পালিয়ে যায়।
তখন বাসে অন্য কোনো যাত্রী ছিল না। বাসের চালক ও হেলপারসহ তিনজন তাকে শ্লীলতাহানির চেষ্টা করে।
কিশোরী চিৎকার শুরু করলে তাকে রায়সা বাজার মোড়ে (জনসন রোডের মাথা) নামিয়ে দিয়ে বাস নিয়ে পালিয়ে যায় চালক।
ওয়ারি থানার ওসি জেহাদ হোসেন জানান, শনিবার রাত ২টার দিকে সোহেল কৌশলে বাস থেকে নেমে পালিয়ে যাওয়ার পর বাসের চালক ও হেলপার কিশোরীর শ্লীলতাহানির চেষ্টা করে।
চিৎকারে তারা কিশোরীকে রায়সা বাজার মোড়ে নামিয়ে দেয়। পরে টহল পুলিশ কিশোরী উদ্ধার করে থানায় নিয়ে আসে। তার ডাক্তারি পরীক্ষার জন্য ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।
ওসি বলেন, কিশোরী কোন রুটের বাস সেটা জানাতে পারেনি। বাসটি শনাক্ত ও দায়ীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
তিনি আরও জানান, কিশোরীর ভাষ্যমতে, সোহেল গাজীপুরে নির্মাণ শ্রমিকের কাজ করে। সেখানেই কিশোরীর সঙ্গে তার প্রেম হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ
রাজধানীতে আনসার ব্যাটালিয়ন মোতায়েন
ঢাকা মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষায় ১৬ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েনবিস্তারিত পড়ুন
ঢাবি বন্ধের সিদ্ধান্তে শিক্ষার্থীদের হল ত্যাগে ধন্যবাদ জানিয়েছে কর্তৃপক্ষ
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী হল ছেড়ে যাওয়ায় শিক্ষার্থীদেরবিস্তারিত পড়ুন
রাজধানীতে কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষে সাংবাদিকসহ আহত ২৩
রাজধানীতে কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষে ছাত্রলীগ, শিক্ষার্থী, মহিলা আওয়ামী লীগবিস্তারিত পড়ুন