ঢাকায় মধ্যরাতে ডিউটির ফাঁকে শীতার্তদের শীতবস্ত্র বিতরণ নারী পুলিশ কর্মকর্তার
নারী পুলিশ কর্মকর্তা রাতে পথে পথে ডিউটির ফাঁকে গাড়ি নিয়ে ঘুরে শীতার্তদের শীতবস্ত্র বিতরণ করছেন। এমন ঘটনা যেন বাস্তবে ঘটতে পারে না। এগুলো গল্পে শুনতেই ভালো লাগে। বাস্তবে বড় ফিকে হয়ে আসে। কিন্তু আসলে বাস্তবেই এমন কাজ করছেন এক নারী পুলিশ কর্মকর্তা। পুলিশদের নেতিবাচক গল্পের শেষ নেই। তাই হয়ত ইতিবাচক কাজগুলোও সামনে আসে না। কিংবা চোখের সামনে পড়তেও চায় না। কিন্তু এ রকমই একটি ঘটনা সামনে এলো যা পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করতে সহায়ক অবশ্যই।
গতরাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের এএসপি কানিজ ফাতেমা পাপড়ি রাজধানীতে প্রায় গোপনেই শীতার্তদের শীতবস্ত্র বিতরণ করেছেন। এ রকমই একটি ছবি সোশাল মিডিয়ায় ঘুরতে দেখা গেছে। ছবিতে পুলিশ কর্মকর্তা পাপড়ি রাজধানীর কোনো এক স্থানে একজন শীতার্তকে বেশকিছু কম্বল বিতরণ করেছেন। পাপড়ি নিজের সোশাল মিডিয়ায় লিখেছেন, ‘রাতে গাড়ি নিয়ে ঘুরে এভাবেই ওদের কাছে যেতে চাই। যাব ইনশাল্লাহ। ‘
একজন ফেসবুক ব্যবহারকারী পাপড়ির এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে লিখেছেন, ‘দেশে এই রকম গরিব মানুষ থাকলে খারাপ না, ভালোই। এদের কে কিছু দান সদকা করে তৃপ্তি পাওয়ার মতো মহৎপ্রাণ লোকজনের দেখা পাওয়ার সম্ভাবনা থাকে। অবশ্য এ ক্ষেত্রে ফেসবুকের ও অনেক অবদান আছে! ভালো উদ্যোগ আপু। জয় হোক আপনার। ‘
নুসরাত নামের এক নারী ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, ভালো কাজ। দান বা প্রকৃত সাহায্য হচ্ছে এমন যে, যখন আপনি ডান হাতে কিছু দান করবেন সেটা আপনার বাম হাত ও যেন না জানে। তবে আপনার দানটা যেন মন থেকে কারো দুঃখ লাঘব করার জন্য হয়, লোক দেখানোর জন্য যেন না হয় তবেই আল্লাহ তায়ালা খুশি হবেন। তবে এই উত্তরের প্রতি উত্তরে একজন লিখেছেন, অবশ্যই ভালো কাজগুলো ফেসবুকে আসা উচিত তাহলে আর ১০ জন অনুপ্রেরণা পাবে।
এই সংক্রান্ত আরো সংবাদ
রাজধানীতে আনসার ব্যাটালিয়ন মোতায়েন
ঢাকা মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষায় ১৬ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েনবিস্তারিত পড়ুন
ঢাবি বন্ধের সিদ্ধান্তে শিক্ষার্থীদের হল ত্যাগে ধন্যবাদ জানিয়েছে কর্তৃপক্ষ
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী হল ছেড়ে যাওয়ায় শিক্ষার্থীদেরবিস্তারিত পড়ুন
রাজধানীতে কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষে সাংবাদিকসহ আহত ২৩
রাজধানীতে কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষে ছাত্রলীগ, শিক্ষার্থী, মহিলা আওয়ামী লীগবিস্তারিত পড়ুন