ঢাকায় মুক্তিযোদ্ধাদের হোল্ডিং ট্যাক্স মওকুফ
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় বসবাসরত মুক্তিযোদ্ধাদের হোল্ডিং ট্যাক্স মওকুফের ঘোষণা দিয়েছেন দুই সিটি মেয়র।
শনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দুই সিটি করপোরেশনের উদ্যোগে আয়োজিত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও পুনর্মিলনী অনুষ্ঠানে এ কথা জানান ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকন। এ সময় উত্তরের মেয়র আনিসুল হক উপস্থিত ছিলেন।
দক্ষিণের মেয়র বলেন, মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধাদের হোল্ডিং ট্যাক্স মওকুফের পাশাপাশি তাদের জন্য দুই সিটি করপোরেশনের উদ্যোগে একটি কল্যাণ তহবিল গঠন করা হবে। এছাড়া ঢাকার প্রতিটি কবরস্থানে মুক্তিযোদ্ধোদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হবে।
সংবর্ধনা অনুষ্ঠানে শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যরাসহ প্রায় তিন হাজার মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা অংশ নেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী খান মোহাম্মদ বিলাল। এতে স্বাগত বক্তব্য রাখেন, উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী মিসবাহুল ইসলাম।
এই সংক্রান্ত আরো সংবাদ
রাজধানীতে আনসার ব্যাটালিয়ন মোতায়েন
ঢাকা মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষায় ১৬ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েনবিস্তারিত পড়ুন
ঢাবি বন্ধের সিদ্ধান্তে শিক্ষার্থীদের হল ত্যাগে ধন্যবাদ জানিয়েছে কর্তৃপক্ষ
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী হল ছেড়ে যাওয়ায় শিক্ষার্থীদেরবিস্তারিত পড়ুন
রাজধানীতে কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষে সাংবাদিকসহ আহত ২৩
রাজধানীতে কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষে ছাত্রলীগ, শিক্ষার্থী, মহিলা আওয়ামী লীগবিস্তারিত পড়ুন