ঢাকায় শ্রীলঙ্কা ক্রিকেট দল
এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। গত আসরে পাকিস্তানকে পাঁচ উইকেটে হারিয়ে শিরোপা জিতেছিল তারা। মূল পর্বের দলগুলোর মধ্যে সেই শ্রীলঙ্কাই প্রথম দল হিসেবে ঢাকায় এসেছে এশিয়া কাপে অংশ নিতে।
গতকাল শনিবার দিবাগত রাত ১ টা ৪০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেন লঙ্কান ক্রিকেটাররা।
আজ রোববার রাত সাড়ে ৮টায় আসার কথা রয়েছে মহেদ্র সিং ধোনির ভারত। আর পাকিস্তানের আসার কথা বুধবার।
আগামী ২৪ ফেব্রুয়ারি শুরু হচ্ছে এশিয়া কাপের মূল পর্ব। ৬ মার্চ শেষ হবে এই আসর।
এই আসরের বাছাইপর্ব এখন চলছে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে। আফগানিস্তান, সংযুক্ত আরব আমিরাত, ওমান ও হংকং এশিয়া কাপের বাছাই পর্বে খেলছে।
বাছাই পর্বের সেরা দল এবং বাংলাদেশ, ভারত, পাকিস্তান শ্রীলঙ্কাসহ পাঁচটি দল নিয়ে আসরের মূল পর্ব হবে। এই পর্বের সব ম্যাচই হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
আগামী বুধবার স্বাগতিক বাংলাদেশ ও ভারতের ম্যাচ দিয়ে আসরটি শুরু হবে। ২৬ ফেব্রুয়ারি দ্বিতীয় ম্যাচে স্বাগতিকদের প্রতিপক্ষ থাকছে বাছাইপর্ব থেকে উঠে আসা দল। এরপর ২৮ ফেব্রুয়ারি শ্রীলঙ্কা এবং ২ মার্চ পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।
এই সংক্রান্ত আরো সংবাদ
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন
ভারতের বিপক্ষে ১৩৩ রানের বিশাল পরাজয় বাংলাদেশের
ভারতের বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচে ১৩৩ রানের বিশাল ব্যবধানেবিস্তারিত পড়ুন