ঢাকায় ৬০ মিলিমিটার বৃষ্টি, কমবে কাল

আষাঢ়ের শেষ দিকের ভারী বর্ষণ স্থায়ী হচ্ছে আরও অন্তত ২৪ ঘণ্টা। এরপর দেশের কোথাও কোথাও স্বাভাবিক বৃষ্টিপাত হলেও থাকবে না তেমন মুষলধারে বৃষ্টি, এমনটাই জানাচ্ছে আবহাওয়া অফিস। ঢাকায় গতকাল মঙ্গলবার সন্ধ্যা ছয়টা থেকে আজ বুধবার ভোর ছয়টা পর্যন্ত ঢাকায় বৃষ্টি হয়েছে ৬০ মিলিমিটার। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে। আজ বুধবার সকালে আবহাওয়া অফিসের এক কর্মকর্তা জানান, মৌসুমী বায়ুর প্রভাবে যে অতি বৃষ্টি হচ্ছে তা বৃহস্পতিবার নাগাদ কমে আসতে শুরু করবে। তবে বর্ষার স্বাভাবিক বৃষ্টিপাত পুরো জুলাই জুড়েই বজায় থাকবে।
সব মিলিয়ে গতকাল ভোর ছয়টা থেকে আজ ভোর ছয়টা পর্যন্ত ঢাকায় বৃষ্টিপাতের পরিমাণ ১০৩ মিলিমিটার। যা অন্য সব বিভাগীয় শহরের চেয়ে বেশি। এরপরেই সবচেয়ে বেশি বৃষ্টি হচ্ছে রাজশাহী শহরে। ২৪ ঘণ্টায় রাজশাহীতে বৃষ্টি হয়েছে ৩০ মিলিমিটার। এ ছাড়া ২৪ ঘণ্টায় বিভাগীয় অন্য শহরগুলোর মধ্যে ময়মনসিংহে ২৮, সিলেটে ১৯, চট্টগ্রামে ৫, খুলনায় ৬, বরিশালে ৬ ও রংপুরে ৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়ার গতিবিধি বলছে, মৌসুমী বায়ুর অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ হয়ে উত্তর পূর্বদিকে আসাম পর্যন্ত বিস্তৃত। এর একটি বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্তও বিস্তৃত। বর্তমানে মৌসুমী বায়ু বঙ্গোপসাগরের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

ব্যাংকক থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা
ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদবিস্তারিত পড়ুন

বিশ্বকবির ম্যুরাল থেকে কালি মুছে দিল উপজেলা প্রশাসন
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালে কালি দিয়ে মুখবিস্তারিত পড়ুন

ফখরুল: ইউনূস–মোদির বৈঠক আশার আলো দেখাচ্ছে
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন