ঢাকায় ৬০ মিলিমিটার বৃষ্টি, কমবে কাল
আষাঢ়ের শেষ দিকের ভারী বর্ষণ স্থায়ী হচ্ছে আরও অন্তত ২৪ ঘণ্টা। এরপর দেশের কোথাও কোথাও স্বাভাবিক বৃষ্টিপাত হলেও থাকবে না তেমন মুষলধারে বৃষ্টি, এমনটাই জানাচ্ছে আবহাওয়া অফিস। ঢাকায় গতকাল মঙ্গলবার সন্ধ্যা ছয়টা থেকে আজ বুধবার ভোর ছয়টা পর্যন্ত ঢাকায় বৃষ্টি হয়েছে ৬০ মিলিমিটার। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে। আজ বুধবার সকালে আবহাওয়া অফিসের এক কর্মকর্তা জানান, মৌসুমী বায়ুর প্রভাবে যে অতি বৃষ্টি হচ্ছে তা বৃহস্পতিবার নাগাদ কমে আসতে শুরু করবে। তবে বর্ষার স্বাভাবিক বৃষ্টিপাত পুরো জুলাই জুড়েই বজায় থাকবে।
সব মিলিয়ে গতকাল ভোর ছয়টা থেকে আজ ভোর ছয়টা পর্যন্ত ঢাকায় বৃষ্টিপাতের পরিমাণ ১০৩ মিলিমিটার। যা অন্য সব বিভাগীয় শহরের চেয়ে বেশি। এরপরেই সবচেয়ে বেশি বৃষ্টি হচ্ছে রাজশাহী শহরে। ২৪ ঘণ্টায় রাজশাহীতে বৃষ্টি হয়েছে ৩০ মিলিমিটার। এ ছাড়া ২৪ ঘণ্টায় বিভাগীয় অন্য শহরগুলোর মধ্যে ময়মনসিংহে ২৮, সিলেটে ১৯, চট্টগ্রামে ৫, খুলনায় ৬, বরিশালে ৬ ও রংপুরে ৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়ার গতিবিধি বলছে, মৌসুমী বায়ুর অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ হয়ে উত্তর পূর্বদিকে আসাম পর্যন্ত বিস্তৃত। এর একটি বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্তও বিস্তৃত। বর্তমানে মৌসুমী বায়ু বঙ্গোপসাগরের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
রবিবার যেসব এলাকায় ১০ ঘণ্টা গ্যাস থাকবে না
গ্যাস পাইপলাইনের মেরামত কাজ ও জরুরি স্থানান্তরের জন্য রবিবার দেশেরবিস্তারিত পড়ুন
জেমিনি চ্যাটবটে যুক্ত হলো মেমোরি, যে সুবিধা পাওয়া যাবে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট জেমিনিতে নতুন সুবিধা যুক্ত করেছে গুগল।বিস্তারিত পড়ুন
ঢাকা সিটি কলেজে ক্লাস বন্ধ রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত
ঢাকা কলেজের বাস ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে গত বুধবার সংঘর্ষেবিস্তারিত পড়ুন