ঢাকা উদ্যানের বস্তিতে শুটিংয়ে রওনক ও নিশা

অভিনয় শিল্পীদের গল্পের প্রয়োজনে যেমন বিভিন্ন চরিত্রে অভিনয় করতে হয় তেমনি নানা জায়গাতেও তাদের যেতে হয়। যদিও বাংলাদেশি নাটকে বেশিরভাগ সময় তাদের দেখতে পাওয়া যায় সুন্দর গোছানো বাড়িতে, তবে খুব কম হলেও জরাজীর্ণ কোনো বাড়িতেও তাদের দেখা যায়।
গল্পের প্রয়োজনে বেশ কয়েকমাস আগে আগারগাঁও ও মিরপুরের বস্তিতে দৃশ্যধারণ করা হয়েছিল একটি নাটকের। অনেকদিন পর আবারও কোনো নাটকের দৃশ্যধারণ করা হলো বস্তিতে। তবে এবার মোহাম্মদপুরের ঢাকা উদ্যান বস্তিতে করা হয়েছে ‘নষ্টে কষ্টে জীবন’ নামের একটি নাটকের দৃশ্যধারণ। নাটকটি রচনা করেছেন ইউসুফ আলী খোকন ও পরিচালনা করেছেন তাসলিমা মুক্তা। আর নাটকটিতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা রওনক হাসান ও লাক্স তারকা মেহরিন ইসলাম নিশা।
নাটকটির গল্প নিয়ে অভিনেতা রওনক হাসান বলেন, ‘চমৎকার একটি গল্প। এ রকম গল্পে সচারচর কাজ করা হয়ে ওঠে না। গল্পে আমি মেতর টাইপের একজন মানুষ। আমার একটি পায়ে সমস্যা আছে। আমি যে বস্তিতে থাকি, সেখানে নিশা হচ্ছেন পতিতা। তাকে আমার ভীষণ পছন্দ। কিন্তু নিশার পছন্দ অন্য এক সিএনজিচালককে। তাই সে আমার ভালোবাসা গ্রহণ করতে পারে না। কিন্তু নিশা বুঝতে পারে না যে সিএনজিচালক তার সঙ্গে ভালোবাসার অভিনয় করছে। অবশেষে একদিন নিশা তার ভুল বুঝতে পেরে ফিরে আসে আামার কাছে।’
গত ৭ ডিসেম্বর নাটকটির দৃশ্যধারণ শেষ হয়েছে। খুব শিগগিরই একটি বেসরকারি চ্যানেলে প্রচার হবে এই নাটকটি।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন