বুধবার, মে ১৫, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

আরেকবার নিজেকে প্রমাণের অপেক্ষায় রুবেল

নিউজিল্যান্ড সফরের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দল ঘোষণা করে রেখেছিলো ৪ নভেম্বর। ওই দলে ছিলেন না পেসার রুবেল হোসেন। এক মাস পর ভাগ্য খোলে ডানহাতি এই পেসারের।

বিপিএলের ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে ইনজুরিতে পড়েন পেসার মোহাম্মদ শহীদ। তার জায়গাতে নিউজিল্যান্ড সফরে রুবেলকে দলে নেওয়া হয়।

এভাবে ডাক পেয়ে আগেই উচ্ছ্বাসের কথা জানিয়েছেন বাংলাদেশের এই গতি তারকা। অপেক্ষায় আছেন অস্ট্রেলিয়াতে বাংলাদেশের ক্যাম্পে যোগ দেওয়ার। ক্যাম্পে যোগ দিতে আজ সোমবার রাতেই বিমানে চড়বেন রুবেল। অস্ট্রেলিয়ায় কদিন অনুশীলনের পর দলের সঙ্গে যাবেন নিউজিল্যান্ডে। আর এই সফরে আরও একবার নিজেকে প্রমাণ করতে চান তিনি।

সোমবার একাডেমি মাঠে রুবেল বলেন, ‘বিপিএলে আমি যেমন রিদমে ছিলাম, আমার কাছে মনে হয় আমি ঠিক আছি। মনে হয় আগের জায়গায় আসতে পেরেছি। আসল হচ্ছে আত্মবিশ্বাস। কয়েকটা ম্যাচে যদি রিদম নিয়ে বোলিং করা যায় আত্মবিশ্বাস চলে আসে। আমার আত্মবিশ্বাস আল্লাহর রহমতে ভালো আছে। এটা এখন মাঠে প্রমাণ করতে হবে আমাকে।’

বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে ১২ ম্যাচে ১৫ উইকেট নিয়েছেন রুবেল। জাতীয় দলে ফিরতে এই পারফরম্যান্সই তাকে সাহায্য করেছে বলে মনে করেন বাংলাদেশের হয়ে ২৩ টেস্ট, ৬৯ ওয়ানডে ১১ টি-টোয়েন্টি খেলা রুবেল। ‘বিপিএলটা আমার জন্য বড় একটা বিষয় ছিলো। ধারণা ছিলো ভালো পারফর্ম করলে হয়তো আমাকে নিতেও পারে। বিপিএলে ভালো করার চেষ্টা করেছি আমি। হয়তো ভালো পারফর্ম করার জন্য নির্বাচকরা আমাকে বিবেচনা করেছেন’-বলেন তিনি।

২০১৫ বিশ্বকাপে অ্যাডিলেডে ইংল্যান্ডের বিপক্ষে বল হাতে আগুন ঝরিয়েছিলেন রুবেল। চার উইকেট নিয়ে ইংলিশদের হারানোর পথে বড় অবদান রাখেন তিনি। এবার তেমন পরিবেশেই খেলতে যাচ্ছে বাংলাদেশ। এ নিয়ে রুবেল বলছেন, ‘নিউজিল্যান্ডের কন্ডিশনে আমি খেলেছি। তবে ওখানকার কন্ডিশনে এখন বোলিং করাটা চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জটা আমাকে নিতে হবে। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং ইংল্যান্ডে পেস বোলারদের জন্য সব সময় সহায়তা থাকে। আমরাও ওই জোর নিয়ে পেস বোলাররা যাচ্ছি।’

প্রথমে দলে ছিলেন না। শেষ মুহূর্তে এসে জায়গা হয়েছে। কী লক্ষ্য থাকবে? রুবেল বলেন, ‘আল্লাহর রহমতে এখন আমি যাচ্ছি। যে কয়দিন অস্ট্রেলিয়াতে থাকব ভালোমতো অনুশীলন করবো মনোযোগ দিয়ে। নিউজিল্যান্ডে ম্যাচ খেলার সুযোগ পেলে অবশ্যই ভালো খেলার চেষ্টা করবো। আমি যেটাতে সুযোগ পাই আমাকে পারফর্ম করতে হবে। আমি আমার সেরা পারফরম্যান্স মাঠে দেখাতে চাই।’

এই সংক্রান্ত আরো সংবাদ

আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা

আগামী মাসে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাস্ট্রে অনুষ্ঠেয়  আইসিসি পুরুষ টি-টোয়েন্টিবিস্তারিত পড়ুন

তাসকিন যাচ্ছেন যুক্তরাষ্ট্র

তাসকিনের সেরে ওঠার সম্ভাব্য সময়সীমার কথা উল্লেখ করে একটি রিপোর্টবিস্তারিত পড়ুন

দেশের প্রথম আন্তর্জাতিক নারী আম্পায়ার

দেশের প্রথম আন্তর্জাতিক নারী আম্পায়ার সাথিরা জাকির জেসি। গত ১০বিস্তারিত পড়ুন

  • টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ : আম্পায়ার ও ম্যাচ রেফারিদের নাম ঘোষণা
  • মুস্তাফিজের আইপিএল খেলার ছুটি বাড়িয়েছে বিসিবি
  • মুস্তাফিজকে স্বাগত জানাল চেন্নাই সুপার কিংস
  • তানজিদ-রিশাদের তাণ্ডবে সিরিজ জয় বাংলাদেশের
  • দুই নারী আম্পায়ারকে নিয়োগ দিচ্ছে বিসিবি
  • মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার ফাইনালে বাংলাদেশের নীলা
  • সিরিজ বাঁচার লক্ষ্যে
  • ক্রিকেটার ও সংসদ সদস্য সাকিব আল হাসান ফুটওয়্যারের ব্যবসায় নামছেন
  • বিপিএল চ্যাম্পিয়ন তামিমের ফরচুন বরিশাল
  • মোস্তাফিজকে ছেড়ে দিল মুম্বাই
  • গেইল ছাড়াই বাংলাদেশে আসছে উইন্ডিজ
  • পাকিস্তানের জালে বাংলাদেশের মেয়েদের ১৭ গোল