ঢাকা কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঢাকা কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ইফতারির পর এ ঘটনার সূত্রপাত হয় বলে জানিয়েছে পুলিশ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারী কমিশনার (এসি, ধানমণ্ডি) রুহুল আমিন সাগর জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।
রাত পৌনে ৮টার দিকে তিনি জানান, পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। কলেজ ক্যাম্পাসে পুলিশ রয়েছে।
এদিকে এ ঘটনায় আহত ২ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন— দর্শন বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র রহমত উল্লাহ (২৩) ও সমাজবিজ্ঞান বিভাগের মাস্টার্সের ছাত্র রুবেল মিয়া (২৪)। তাদের দুজনেরই মাথায় এবং হাতে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
কলেজের অপর এক শিক্ষার্থী জাহাঙ্গির আলম জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয়। হিরন, শেখ রাসেল, রাসেল মাহমুদসহ ২০-২৫ জন লোক অপর পক্ষের ছাত্রদের উপর অতর্কিত হামলা চালায়, তারপরে সংঘর্ষ শুরু হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ
এইচএসসির ফল প্রকাশ মঙ্গলবার, জানা যাবে যেভাবে
মঙ্গলবার (১৫ অক্টোবর) এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করাবিস্তারিত পড়ুন
বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, বিক্ষোভকারীদের অধিকার সমুন্নতবিস্তারিত পড়ুন
ঢাবি বন্ধের সিদ্ধান্তে শিক্ষার্থীদের হল ত্যাগে ধন্যবাদ জানিয়েছে কর্তৃপক্ষ
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী হল ছেড়ে যাওয়ায় শিক্ষার্থীদেরবিস্তারিত পড়ুন