ঢাকা-চট্টগ্রামের বাইরের ভেনুতে যাচ্ছে বিপিএল

বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জাকজমকপূর্ণ আসর বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল)। প্রতি বছরই এই ফ্রেঞ্চাইজি ভিত্তিক টি-টুয়েন্টি আয়োজন করে থাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এখন পর্যন্ত এই টি-টুয়েন্টি টুর্নামেন্টের মোট চারটি আসর মাঠে গড়িয়েছে। আর এই চার আসরে তিনবারই শিরোপা ঘরে তুলেছে ঢাকা। মাত্র একবার শিরোপা জয়ের স্বাদ পেয়েছে কুমিল্লা ফ্রেঞ্চাইজি।
এদিকে গেল চার আসরে বিপিএলের সবকটি ম্যাচ আয়োজন করা হয়েছে মাত্র দুইটি ভেন্যুতে। তবে পঞ্চম আসরে এসে বিপিএলের ম্যাচ ভেন্যু বাড়ানোর চিন্তাভাবনা করছে বিপিএল গভর্নিং কাউন্সিল।
বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য শেখ সোহেল সময় টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে জানান,’গেলবছর দুটি ভেন্যুতে বিপিএলের সবকটি ম্যাচ হলেও এবার আমরা সিলেট স্টেডিয়ামকে অন্তর্ভুক্ত করার চিন্তা করছি। ’
অন্যদিকে বিপিএলের চতুর্থ আসরে কোন উদ্বোধনী অনুষ্ঠান ছিল না। যেকারণে আসন্ন আসরে জাকজমকপূর্ণ অনুষ্ঠান করার চিন্তাভাবনাও করছে বিপিএল কমিটি। তিনি আরও জানান,
‘গেলোবার সময় স্বল্পতার কারণে আমরা জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠান করতে পারিনি। এবার আমরা উদ্বোধনীটা খুব জাকজমক ভাবে করবো। ’
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন