ঢাকা থেকে ১ ঘন্টা ৪০ মিনিটে যাওয়া যাবে চট্টগ্রাম

বাংলাদেশে প্রথমবারের মতো ঘণ্টায় ২শ’ কিলোমিটার গতিবেগের ইলেকট্রিক ট্রেন চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এ প্রকল্পের কাজ মূল্যায়ন কমিটির (পিইসি) সভায় সম্ভাব্যতা যাচাই ও সার্ভে শেষ হয়েছে। পরিকল্পনা কমিশন সূত্রে এ তথ্য জানা যায়।
সূত্র জানায় আগামী মাসে এ প্রকল্পের চূড়ান্ত্র অনুমোদন দিবেন একনেক চেয়ারপার্সন মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা। এ প্রকল্পর মাধ্যেমে ঢাকা থেকে ১ ঘন্টা ৪০ থেকে ৬০ মিনিটে চট্টগ্রামে যাওয়া যাবে।
প্রকল্পটিতে প্রথমিক ভাবে সম্ভাব্যতা যাচাই ও সার্ভে কাজের জন্য ৯ কোটি ৫৮ লাখ টাকা অনুমোদন দেওয়া হলেও এ প্রকল্পের ব্যয় বৃদ্ধি পাবে বলে জানিয়েছে একাধিক সুত্র। ‘নারায়ণগঞ্জ থেকে ঢাকা হয়ে চট্টগ্রাম পর্যন্ত ইলেকট্রিক ট্র্যাকশন নির্মাণ’ প্রকল্পের আওতায় এ কাজ বাস্তবায়ন করা হবে।
এ ট্রেনে দ্রুত সময়ে গন্তব্যে পৌঁছানোর পাশাপাশি জ্বালানি খরচও হবে অনেক কম। রেলপথ সংলগ্ন বিদ্যুতের সঙ্গে সরাসরি সংযোগ থাকবে লোকোমেটিভের। এছাড়া দুইশ কিলোমিটার গতিবেগের ইলেকট্রিক ট্রেন চলার লক্ষ্য নিয়ে রেলপথ ও লোকোমেটিভসহ অন্যান্য অবকাঠামো ঢেলে সাজানো হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ

দেশের কয়েকটি অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কতা
দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টিবিস্তারিত পড়ুন

শিবির সভাপতি: অন্তর্বর্তী সরকার জুলাই বিপ্লবকে ধারণ করতে পারেনি
ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, “অন্তর্বর্তী সরকার পুরোপুরি ব্যর্থবিস্তারিত পড়ুন

মহাকাশে কতগুলো স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছে, শীর্ষে কোন দেশ?
এখন পর্যন্ত পৃথিবীর কক্ষপথে মোট ৩০ হাজারের বেশি স্যাটেলাইট উৎক্ষেপণবিস্তারিত পড়ুন