ঢাকা প্রিমিয়ার লিগঃ সহজ জয় পেল মোহামেডান
ঢাকা প্রিমিয়ার লিগে জয় পেয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। লিগের সপ্তম রাউন্ডের ম্যাচে আজ শুক্রবার প্রাইম দোলেশ্বরকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে রকিবুল-তাইজুলদের দল। ফতুল্লার খানসাহেব ওসমান আলী স্টেডিয়ামে আগে ব্যাটিং করে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২২৮ রান সংগ্রহ করে প্রাইম দোলেশ্বর। জবাবে অভিষেক মিত্রের ৯৫ রানে ভর করে ১৪ বল ও ছয় উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে মোহামেডান।
২২৯ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতেই ৫৭ রান তুলে নেন রনি তালুকদার ও অভিষেক মিত্র। ২৬ রান করে রনি আউট হলেও শামসুর রাহমান শুভকে নিয়ে ৫৫ রানের জুটি বাঁধেন অভিষেক। দলীয় ১৮৩ রানে দুর্ভাগ্যজনকভাবে রান আউট হন অভিষেক। ১৩৪ বলে ৯৫ রানের দারুণ একটি ইনিংস খেলেন তিনি। অভিষেক আউট হলে জয়ের লক্ষ্যে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব তুলে নেন অধিনায়ক রকিবুল হাসান। নাজমুল মিলনকে নিয়ে ৪৯ রানের জুটি গড়ে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন জাতীয় দলের সাবেক এই মিডল অর্ডার ব্যাটসম্যান। রকিবুল ৪৯ ও মিলন ২৬ রান করেন। প্রাইম দোলেশ্বরের আরাফাত সানি ও ইমতিয়াজ হোসেন একটি করে উইকেট নেন।
এর আগে মোহামেডানের বোলারদের দৃঢ়তায় মাত্র ২২৮ রানে আটকে যায় প্রাইম দোলেশ্বরের ইনিংস। সর্বোচ্চ ৫০ রান করেন ওপেনার আবদুল মজিদ। এ ছাড়া ফরহাদ রেজা করেন ৪৬ রান। জাকির আলী ৪০ ও হাবিবুর রহমান করেন ৩১ রান। মোহামেডানের বোলারদের মধ্যে বাহাতি পেসার সাজেদুল ইসলাম নেন তিনটি উইকেট। শ্রীলঙ্কান অলরাউন্ডার চারিথ আসালানকাও তিনটি উইকেট রেন। কামরুল ইসলাম রাব্বি ও তাইজুল ইসলাম নেন একটি করে উইকেট।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন