ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের হল কমিটি ঘোষণা
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের হল কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার সকালে ১৮টি হলে সভাপতি-সেক্রেটারির নাম ঘোষণা করা হয়।
নতুন কমিটিতে নেতৃত্ব পাওয়া নেতারা হলেন- শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের সভাপতি মো. সোহানুর রহমান, সাধারণ সম্পাদক আসিফ তালুকদার। জাতির জনক বঙ্গবন্ধু হলের সভাপতি রকিবুল ইসলাম বাঁধন, সাধারণ সম্পাদক আল আমিন রহমান। বেগম রোকেয়া হলের সভাপতি লিপি আক্তার, সাধারণ সম্পাদক শ্রাবণী ইসলাম। মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে ইউসুফ উদ্দিন খান, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ লিমন।
মাস্টার দ্যা সূর্যসেন হলের সভাপতি গোলাম সরওয়ার, সাধারণ সম্পাদক নাহিদ হাসান শাহিন। হাজী মুহম্মদ মুহসীন হলের সভাপতি জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মেহেদী হাসান সানী। সমিলমুল্লাহ মুসলিম হলের সভাপতি তাহসান আহমেদ রাসেল, সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান তাপস। স্যার এ এফ রহমান হলের সভাপতি মো. হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান তুষার।
জগন্নাথ হলের সভাপতি সঞ্জিত চন্দ্র পাল, সাধারণ সম্পাদক উৎপল বিশ্বাস। কবি জসিম উদ্দিন হলের সভাপতি সৈয়দ মো. আরিফ হোসেন, সাধারণ সম্পাদক শাহেদ খান। বিজয় একাত্তর হলের সভাপতি ফকির রাসেল লালন, সাধারণ সম্পাদক নয়ন হাওলাদার। শামসুন্নাহার হলের সভাপতি নিপু ইসলাম তন্বী, সাধারণ সম্পাদক জিয়াসমিন শান্তা।
কবি সুফিয়া কামাল হলের সভাপতি ইফফাত জাহান এশা, সাধারণ সম্পাদক সারজিয়া শারমিন (সম্পা)। ফজিলাতুন্নেসা মুজিব হলের সভাপতি বেনজির হোসেন নিশি, সাধারণ সম্পাদক রওনক জাহান রাইন।
বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলের সভাপতি ফরিদা পারভীন, সাধারণ সম্পাদক শ্রাবণী শায়লা। শহীদুল্লাহ হলের সভাপতি মো. সাকিব হোসেন, সাধারণ সম্পাদক আরিফ হোসেন রিফাত। অমর একুশে হলের সভাপতি আব্দুর রাজ্জাক রাজ, সাধারণ সম্পাদক এহসান উল্যাহ। ফজলুল হক মুসসিল হলের সভাপতি শাহরিয়ার সিদ্দিক শিশিম, সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান।
এই সংক্রান্ত আরো সংবাদ
এইচএসসির ফল প্রকাশ মঙ্গলবার, জানা যাবে যেভাবে
মঙ্গলবার (১৫ অক্টোবর) এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করাবিস্তারিত পড়ুন
বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, বিক্ষোভকারীদের অধিকার সমুন্নতবিস্তারিত পড়ুন
ঢাবি বন্ধের সিদ্ধান্তে শিক্ষার্থীদের হল ত্যাগে ধন্যবাদ জানিয়েছে কর্তৃপক্ষ
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী হল ছেড়ে যাওয়ায় শিক্ষার্থীদেরবিস্তারিত পড়ুন